

উত্তর সিরিয়ায় চলমান সংঘর্ষ বন্ধে সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজা জরুরি।
গত বছর ডিসেম্বর থেকে সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে উত্তেজনা বাড়ছে। আলেপ্পোর স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত এবং প্রায় ১২৯ জন আহত হয়েছে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সিরিয়ার সরকারকে আলেপ্পো থেকে আল-তাবকা পর্যন্ত এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, অভ্যন্তরীণভাবে শান্তিপূর্ণ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা সিরিয়া পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
এর আগে শনিবার সিরীয় সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে। সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে এসডিএফ অভিযোগ করেছে, দামেস্কপন্থি গোষ্ঠীগুলো সদ্য স্বাক্ষরিত একটি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আগেই তা লঙ্ঘন করেছে। চুক্তির শর্ত মানা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও সতর্ক করেছে তারা।
মন্তব্য করুন