বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনোই সফল হবে না। আর নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে কোনো পথ খুঁজে লাভ হবে না। ফাঁকা বুলি আওড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।
গতকাল রোববার দুপুর ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় হানিফ বলেন, বিএনপি এখন বলছে, ‘জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক নেই’—এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। বিএনপি নেতা তারেক রহমান বলেছিলেন, ছাত্রদল ও ছাত্রশিবির একই মায়ের পেটের দুই সন্তান। বিএনপি-জামায়াত একে অন্যের পরিপূরক। আজ জনগণের রোষানলে পড়ার ভয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক নেই বলে আর বিভ্রান্ত করা যাবে না।
তিনি বলেন, বিএনপির সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। কোনো গণতন্ত্র ছিল না। আর আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূল করেছে।
মন্তব্য করুন