

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর পক্ষে গণসংযোগ শুরু করেছেন তার স্ত্রী নাসরিন আউয়াল মিন্টু।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউপির পোদ্দার পুকুর এলাকায় নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি ধানের শীষ প্রতীকে আবদুল আউয়াল মিন্টুর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল নুরসীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ, বিএনপি নেতা মোস্তফা বাহার, গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পলাশ, ওয়ার্ড বিএনপির সভাপতি খায়েজ আহমদ, সেক্রেটারি হালিম মেম্বার, স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হুদা আরমান যুবদল নেতা মোহাম্মদ কামরুল, ডা. ওসমান গণি, দিদার হোসেন, মহি উদ্দিন, আবদুল কাদেরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
গণসংযোগকালে নাসরিন ফাতেমা আউয়াল বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল পার করছে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আবদুল আউয়াল মিন্টুর বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, আমার স্বামী সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিলেন। তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের সেবা করতে চান। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে ফেনী-৩ আসনকে একটি আধুনিক ও আদর্শ জনপদে রূপান্তর করা হবে।
এ সময় নাসরিন আউয়াল মিন্টুর এ প্রচারণায় স্থানীয় নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মন্তব্য করুন