সাপের দংশনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্র মারা গেছেন।
দিলীপ রায় নামে ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী। শনিবার গভীর রাতে তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ধামেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে তার গ্রামের বাড়িতে নিজ ঘরে বসে থাকা অবস্থায় তার হাতের আঙুলে বিষধর সাপ ছোবল দেয়। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও শহরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। অ্যান্টি ভেনাম ইনজেকশন দেওয়া হলেও দেরি করে পৌঁছানোর কারণে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন