অপহরণের তিন মাস পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতার ব্যক্তিকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে ও স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহারে জানা গেছে, নানাবাড়ি বেড়াতে যাওয়ার পথে গত ২৪ এপ্রিল সকালে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে (১৩) অপহরণ করে নিয়ে যায় গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের হালিম খানের ছেলে দুই সন্তানের জনক ও চাচাতো দুলাভাই আরিফ খান ও তার সহযোগীরা। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন জানান, স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় তার বোন মিম আক্তার বাদী হয়ে মামলা করেন।
মন্তব্য করুন