এনায়েত শাওন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির আলটিমেটাম রাজনৈতিক ভোজবাজি

দাবি আওয়ামী লীগের
বিএনপির আলটিমেটাম রাজনৈতিক ভোজবাজি

বিএনপির সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার চিন্তাকে ‘রাজনৈতিক ভোজবাজি’ বলে আখ্যা দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নেতাদের দাবি, সরকারকে আলটিমেটাম দেওয়ার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন ঘিরে আবারও অগ্নিসন্ত্রাস ও সহিংসতার দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি।

জানা গেছে, আগামীকাল ২৭ জুলাই বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সেই সমাবেশ থেকে দাবি মানতে সরকারকে দুই দিনের আলটিমেটাম দিতে যাচ্ছে দলটি।

তবে এ আলটিমেটাম অসাংবিধানিক ও আইন পরিপন্থি হওয়ায় তা মাথাব্যথার কারণ হবে না বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। তাদের মতে, দেশের জনগণ যথেষ্ট সজাগ ও সচেতন। তারা বিএনপির ধ্বংসাত্মক ও সহিংস কর্মকাণ্ডকে সমর্থন করে না। এমনকি ২০১৪-১৫ সালের মতো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকেও সমর্থন করবে না। বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য জনসাধারণকে সচেতন করবে আওয়ামী লীগ। আর আইন পরিপন্থি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান কালবেলাকে বলেন, বিএনপির এ আলটিমেটাম রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি ও অসংলগ্ন আচরণের বহিঃপ্রকাশ। এটা দায়িত্বশীল রাজনৈতিক দলের আচরণের মধ্যে পড়ে না। এসব অসাংবিধানিক ঘোষণার মূলত ‘রাজনৈতিক ভোজবাজি’ ছাড়া অন্যকিছু নয়। আমাদের কাজ জনগণকে সচেতন করা, সেটি করব। আইনের ব্যত্যয় ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগের এক নেতার দাবি, বিএনপির এ আলটিমেটামের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে অস্ত্র সরবরাহের যোগসূত্র থাকতে পারে। তিনি আরও বলেন, ২০১২ সালেও বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি মেনে নিতে সরকারকে ৯০ দিন সময় বেঁধে দিয়েছিলেন। সে সময় সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হরতাল, গণঅনশন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন তারা। কিন্তু সে আলটিমেটাম শেষ হলেও কোনো ইতিবাচক সাড়া পায়নি বিএনপি। ২০১৪ সালের নির্বাচনের আগেও দাবি আদায়ে টানা তিন মাস হরতাল ও পেট্রোল বোমার মাধ্যমে জনগণের জীবন বিপন্ন করে তুলেছিল বিএনপি। এমনকি গত বছরও ঢাকায় মহাসমাবেশের আগে আলটিমেটাম দেয়। তখন বলা হয়েছিল, ১০ ডিসেম্বরের পর রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হবে খালেদা জিয়া কিংবা তারেক জিয়ার নির্দেশে। এবারের আলটিমেটামও এর ব্যতিক্রম নয়।

এদিকে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিএনপি দেশে অস্ত্র আনছে। সীমান্তের এপার থেকে খবর পাচ্ছি, অস্ত্র কিনছে তারা (বিএনপি)। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটা ঘাঁটি। জনশক্তি তাদের কাছে শক্তি নয়। যারা অস্ত্রশক্তি দিয়ে ক্ষমতায় বসতে চায়, জনশক্তির ওপর তাদের আস্থা থাকার কথা নয়।

জানা গেছে, বিএনপির আগামীকাল ২৭ জুলাই মহাসমাবেশের দিন আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন শান্তি সমাবেশ করবে। প্রতিটি এলাকায় সতর্ক পাহারায় থাকবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বিরোধীদের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল হিসেবে রাজধানী নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক কালবেলাকে বলেন, বিএনপি তো কথায় কথায় আলটিমেটাম দেয়। তবে আওয়ামী লীগের জন্য এ আলটিমেটাম মাথাব্যথার কারণ নয়। এসব আলটিমেটামের মাধ্যমে বিএনপি ২০১৪-১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের মানুষ বিএনপি ও তাদের দোষর স্বাধীনতাবিরোধীদের এসব দেশদ্রোহীমূলক কাজ মেনে নেবে না, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১০

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১১

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৩

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৪

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৫

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৬

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৭

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৮

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৯

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

২০
X