এনায়েত শাওন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ
কার্যনির্বাহী সংসদের সভায় হুঁশিয়ারি

কুৎসা রটালে হারাতে হবে আওয়ামী লীগের মনোনয়ন ও পদ

কুৎসা রটালে হারাতে হবে আওয়ামী লীগের মনোনয়ন ও পদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। দলের সংসদ সদস্য ও মনোনয়নপ্রত্যাশীরা একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটালে মনোনয়ন ও দলীয় পদ হারাতে হতে পারে বলে হুঁশিয়ার করেছে ক্ষমতাসীন দল।

একই সঙ্গে নির্বাচন সামনে রেখে সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচার এবং এসব কর্মকাণ্ডের সুবিধাভোগীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা যায়, জরিপের ফল দেখে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তবে নৌকা প্রতীকের আশায় মনোনয়নপ্রত্যাশীরা একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটালে কাউকেই দলের মনোনয়ন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি ভবিষ্যতে দলে তাদের পদ দেওয়ার ক্ষেত্রেও কঠোর অবস্থান নেওয়া হবে।

সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে বেশি বেশি করে তুলে ধরার পরামর্শ দিতে গিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের দলের অনেকেই রয়েছেন উন্নয়নের প্রচার করতে নেমে নিজেই ক্যান্ডিডেট হয়ে যান। বর্তমান এমপিদের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করে দেন। যারা এসব করবেন, তাদের কিন্তু মনোনয়ন দেব না। এমনকি দলের পদেও রাখব কি না, সেটা ভাবনার বিষয়।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রচার অব্যাহত রাখাসহ বিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন দলের নীতিনির্ধারকরা। যেখানে যে কোন্দল ও দ্বন্দ্ব আছে, সেসব মিটিয়ে ফেলতেও সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি দলের কেন্দ্রীয় নেতাদের আশ্বস্ত করেছেন, ভোট হলে আওয়ামী লীগ জিতবে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। বিএনপি-জামায়াতের আন্দোলন ও বিদেশি তৎপরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তবে মাঝে একটা গোষ্ঠী রয়েছে, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এটা একটা আশঙ্কার জায়গা।

সভায় আট বিভাগের সাংগঠনিক প্রতিবেদন জমা নেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু নির্দেশনা দেন। সিলেটের কমিটির বিষয়ে দলের এক সভাপতিমণ্ডলীর সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতি বলেন, দলকে সুসংগঠিত করতে হবে। দলের দুর্দিনের নেতাকর্মীদের বাদ দিয়ে বিত্তশালীদের রাখা—এমন যেন না হয়। দেশব্যাপী দলের শাখা কমিটি প্রদানের ক্ষেত্রে অন্য দল থেকে আসাদের পরিবর্তে দুর্দিনের নেতাকর্মীদের গুরুত্ব দিতে নির্দেশ দেন তিনি। টাকা থাকলেই কাউকে দলে জায়গা দিতে হবে—এ ধরনের মানসিকতা পরিত্যাগ করতে সাংগঠনিক সম্পাদকদের তিনি হুঁশিয়ার করে দিয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অধীনে বিভিন্ন শাখার কমিটি বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গ করতে না পারায় তত্ত্বাবধানের জন্য দলের দুজন সভাপতিমণ্ডলীর সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ফারুক খান ঢাকা মহানগর উত্তর এবং ড. আব্দুর রাজ্জাক দক্ষিণের বিষয়ে তত্ত্বাবধান করবেন।

ঢাকা বিভাগের সাংগঠনিক প্রতিবেদন পেশের সময় শেখ হাসিনা বলেন, যদি ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা কমিটি দিতে না পারে, তাহলে কমিটি ভেঙে দেওয়া হবে। এ সময় গত ৬ আগস্ট গণভবনে অনুষ্ঠিত বর্ধিত সভায় ঢাকা মহানগর থেকে কাউকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি বলেও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। কমিটি করতে না পারার ব্যর্থতার কারণে তাদের বর্ধিত সভায় বক্তব্য দিতে দেওয়া হয়নি।

এ ছাড়া ঢাকাসহ ঢাকার বাইরে বিভাগীয় শহরে কয়েকটি জনসভা করা হবে বলেও সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেটে জনসভাগুলো অনুষ্ঠিত হবে। যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এর মধ্যে কর্ণফুলী টানেল উদ্বোধনের সময় চট্টগ্রামে জনসভা হবে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

এ ছাড়া বৈঠকে বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্তগুলোর অনুমোদন দেওয়া হয়। ওইদিন যেসব জেলা ও উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভারমুক্ত করা হয়েছিল, গতকাল তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের সুসংবাদ দিলেন আসিফ নজরুল

পে স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

সেনা অভিযানে বিএনপি নেতা আটক, ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু 

‘আ.লীগ করে ভুল বুঝতে পেরেছি’

ইরানে বিক্ষোভের পেছনে কারা, যা জানাল তুরস্ক

মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিল এনবিআর

ঢাকায় ফিরল বিপিএল, কবে–কখন কার খেলা—একনজরে সূচি

শীতে বেড়েছে চর্মরোগ, হাসপাতালে রোগীর চাপ 

আলোনসোকে বরখাস্ত করার পরও রিয়ালের সমস্যা সহজেই শেষ হচ্ছে না

অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স / মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

১০

কাভার্ডভ্যান চাপায় নিহত ৩

১১

পুরো দলকে বোনাস, তিন পারফরমারকে রাজশাহীর বিশেষ পুরস্কার

১২

ভুল রক্তে মায়ের মৃত্যু, জন্মের ৪ দিনেই এতিম শিশু

১৩

জেনে রাখুন স্ট্রোকের লক্ষণ ও উপসর্গ

১৪

শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ও কুয়াশা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

১৫

আবারও কি শিরোপাহীন মৌসুম কাটানোর পথে রোনালদোর আল নাসর?

১৬

গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্যের বিষয়ে যা বলল পুলিশ

১৭

আগামী নির্বাচনের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : প্রধান উপদেষ্টা

১৮

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

১৯

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়িয়ে নতুন নির্দেশনা

২০
X