লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

আপনজনদের পাশে পেয়ে উৎফুল্ল খালেদা জিয়া

চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে
আপনজনদের পাশে পেয়ে উৎফুল্ল খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন তার আপনজনরা। সাবেক এ প্রধানমন্ত্রীর দেখভালের দায়িত্বে আছেন দুই পুত্রবধূ। তিন নাতনিও বেশিরভাগ সময় দাদির সঙ্গেই কাটাচ্ছেন। মায়ের জন্য বাসা থেকে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তারেক রহমান। পরিবারের সদস্যদের সান্নিধ্যে বেশ উৎফুল্লই আছেন তিনি।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় কালবেলাকে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ডাক্তাররা প্রতিদিন তাকে দেখছেন। আজ (গতকাল) নতুন আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসা চলছে।

তিনি বলেন, ইউরোপে বার্ষিক ছুটি মাত্র শেষ হয়েছে। বেশ কয়েকজন কানসালট্যান্ট এখনো ছুটিতে আছেন। তারাও আসবেন এবং তাকে (খালেদা জিয়া) দেখবেন। তার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে, সে বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ডাক্তাররা সুপারিশ করবেন।

ডা. জাহিদ আরও বলেন, আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সদস্যরাও আছেন। এখানকার চিকিৎসকদের সঙ্গে বসে আলোচনা করে পরবর্তী চিকিৎসার ধাপ কী হবে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থায় আছে সেটা পর্যবেক্ষণ, আলোচনা ও পরামর্শ করছেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমানসহ তার নাতনিরাও সার্বক্ষণিক তার পাশে থেকে মানসিকভাবে একাকিত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

ডা. জাহিদ বলেন, আমাদের দলের ইউকে শাখার সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা এমএ মালেক এবং সেক্রেটারি কয়সর এম আহমেদসহ ইউকে বিএনপির নেতারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। যখন ভিজিটিং আওয়ার চলে, তখন তারা এসে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান: সকাল হতে না হতেই কনকনে শীত উপেক্ষা করে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকালে লন্ডন ক্লিনিকে যান তিনি। এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গত বৃহস্পতিবার সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান।

বাংলাদেশ থেকে গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ বশির গ্রুপে চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি সাবেক প্রেসিডেন্ট

জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে : ইলিয়াসপত্নী লুনা

ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম : বায়তুল মোকাররমের খতিব

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

অ্যাডিলেডে শেষ ম্যাচেও সোহানদের ভরাডুবি

লটারির টিকিট কেটেই নারী দেখলেন ২ কোটি টাকা তার হাতে

১০

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ নেতা জামিল গ্রেপ্তার

১১

দেশে বিশ্বমানের লিফট তৈরি করছে প্রাণ-আরএফএল

১২

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড কিন্তু কেন?

১৩

‘ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল’

১৪

হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তার

১৫

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

১৬

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির কারাগারে 

১৭

সরকারের একার পক্ষে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা সম্ভব না : স্বাস্থ্য উপদেষ্টা

১৮

আশাশুনিকে সাতক্ষীরা-৩ আসনে ফেরানোর দাবি

১৯

‘খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখে রাজনীতিতে প্রবেশ করেছেন’

২০
X