আতাউর রহমান
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে

ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব
আইনশৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে

হঠাৎ করেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়ক অবরোধের মতো জনভোগান্তি বন্ধ আর ভাঙচুর, জ্বালাও-পোড়াওয়ের অপরাধ ঠেকাতে সক্রিয় অবস্থান দেখা যাচ্ছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এমন বহু ঘটনায় গত কয়েক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেকটা ‘সফট’ বা শিথিল ভূমিকায় দেখা গেলেও সাম্প্রতিক সময়ে হার্ডলাইনে (কঠোর অবস্থান) দেখা যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন তারা। বিশেষ করে মব ভায়োলেন্সের (দলবদ্ধ বিশৃঙ্খলা) মতো অপরাধকে একেবারেই ছাড় নয়—এমন বার্তাও রয়েছে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কাছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চায় পুলিশ। অবশ্য একই সঙ্গে আইনানুগভাবে পরিস্থিতি মোকাবিলারও নির্দেশনা রয়েছে।

জানা গেছে, সার্বিক বিষয় নিয়ে গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আইনশৃঙ্খলা বাহিনী যে হার্ডলাইনে রয়েছে, সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপেও তা দেখা গেছে। গত বুধবার বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে মিছিল বের করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শুরুতে বাধা দেওয়ার একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেখানে দফায় দফায় লাঠিপেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ। এতে অন্তত ৬০ শিক্ষার্থী ও পুলিশের ৮ সদস্য আহত হন। সেদিন শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেন পুলিশের একজন কর্মকর্তা। এ নিয়ে সমালোচনা শুরু হলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে তৈরি করা। যদিও ভুল বা অপপ্রচারমূলক তথ্য যাচাই করে সঠিক তথ্য প্রচারের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে, ছবিটি আসল। এই পরিস্থিতির মধ্যে গত শুক্রবার রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে দলটির অর্ধশত নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

পুলিশের হঠাৎ করে হার্ডলাইনে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘হার্ডলাইন বা সফট লাইনের কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষায় আইনানুগভাবে যতটুকু করা দরকার, পুলিশ তাই করছে।’

বুয়েট শিক্ষার্থীদের পর গত শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ ঘটনাগুলো তদন্তাধীন। বুয়েটের ঘটনায় পুলিশের একটি কমিটি কাজ করছে। গণঅধিকার পরিষদের কর্মসূচির ঘটনাতেও পুলিশের ভূমিকা তদন্তে একটি কমিটি হচ্ছে।’

পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যে কোনো জমায়েত বা কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখলে প্রাথমিকভাবে পুলিশ লোকজনকে সরে যেতে অনুরোধ করে থাকে। তাতে কাজ না হলে ধাওয়া দেওয়ার মতো সফট পদ্ধতি প্রয়োগ করা হয়। এর পরও কাজ না হলে জলকামান থেকে পানি ছুড়ে বার্তা দেওয়া হয়। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তাঘাট বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করার মতো কর্মসূচি যাতে না হয়, পুলিশ সেদিকে সতর্ক রয়েছে। যে কোনো ধরনের মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি ঠেকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোভাব কঠোর রয়েছে। এ ছাড়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য নগরীতেও পুলিশের টহলসহ বিভিন্ন কার্যক্রম বাড়ানো হয়েছে। এতে মব ভায়োলেন্সের পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতির মতো অপরাধ কমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে জেলায়

উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন মহিলা দল নেত্রী সুমাইয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ

আজ বিশ্ব চিঠি দিবস : হারিয়ে যাওয়া আবেগের দস্তাবেজ

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত, কাঁপল পাকিস্তানও

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

১২

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৩

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

১৪

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

১৫

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

১৬

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

১৭

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

১৮

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১৯

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

২০
X