চবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

প্রফেসর ড. আবদুর রহমান। ছবি : সংগৃহীত
প্রফেসর ড. আবদুর রহমান। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন পদে দায়িত্ব পাওয়া শিক্ষককে ‘আওয়ামী লীগপন্থি’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একই সঙ্গে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

ফোরামের চবি শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘প্রফেসর ড. আবদুর রহমান অতীতের স্বৈরশাসনের অন্যতম সমর্থক ও আদর্শিক সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিক বিবেচনায় ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত আছেন। তার নিয়োগ বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট মতাদর্শিক দাপট ও ভিন্নমতের দমন-পীড়নের অপচেষ্টাকে সংহত করবে বলে আমরা মনে করি।’

বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমানকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়, ‘ব্যবসায় প্রশাসন অনুষদের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমানকে যোগদানের তারিখ থেকে ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হলো। তিনি প্রচলিত নিয়মে ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই না কোনো ফ্যাসিবাদী মানসিকতার ব্যক্তি দায়িত্বে থাকুক। তবে তিনি ফ্যাসিবাদী সমর্থক কি না, রেজিস্ট্রার হিসেবে আমি তা নিশ্চিত করে বলতে পারছি না। ২০১৬ সালের পর তিনি শিপিং করপোরেশনে চাকরিতে আছেন কি না, এ সংক্রান্ত সঠিক তথ্যও আমার কাছে নেই।’

অভিযোগের বিষয়ে নতুন ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান বলেন, ‘আমি শিপিং করপোরেশনে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি কোনো রাজনৈতিক দল করি কি না। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষেত্রেই ছিলাম, কোথাও যাইনি।’

এ বিষয়ে সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, ‘এটি একটি ইন্ডিপেন্ডেন্ট পদ। তিনি ছুটিতে যাননি, এখানেই কর্মরত ছিলেন। বছরে এক-দুবার মিটিংয়ের সময় সেখানে যেতেন। এটি কোনো চাকরি নয়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাকে একজন নিরপেক্ষ মানুষ বলা যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের সব ইতিহাস ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

ধ্বংসস্তূপ থেকে যেভাবে শনাক্ত করা হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মরদেহ

জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

শীতে মধ্যে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয়

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

১০

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে সিঙ্গার

১১

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

১২

ডিএমএফের নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

১৩

বিএনপির জোট প্রার্থীসহ ৫ প্রার্থীকে জরিমানা

১৪

নৌপুলিশ বোটে আগুন

১৫

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৬

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

১৭

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

২০
X