

ফরিদপুরের মধুখালীতে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন আবিদ হাসান রবিন (২৭) ও আলিফ হাসান (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের ফুটবল প্রতীকের নির্বাচনী ব্যানার লাগাতে জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে জিহাদ নামে এক ব্যাক্তি কয়েকজনকে নিয়ে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা দুইজন গুরুতর আহত হন।
আহত আবিদের চাচা বলেন, আবিদ হাসান রবিন ও আলিফ হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের পক্ষ থেকে ফরিদপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে হামলাকারীকে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক কালবেলাকে বলেন, আমাদের কোন নেতা, কর্মী বা সমর্থক কোন বিশৃঙ্খলা বা আইন পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এছাড়া জিহাদ নামে ঐ এলাকাতে আমাদের কোন নেতা বা কর্মী নেই।
ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আবিদ হাসান রবিন ও আলিফ হাসান নামে দুই যুবকের ওপর হামলার খবর পেয়েছি। তাদের প্রতিবেশী জিহাদ এই হামলা করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন