ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির নির্বাচনী পদযাত্রায় বক্তব্য দেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির নির্বাচনী পদযাত্রায় বক্তব্য দেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে এবং এবারের মতো ভবিষ্যতেও নির্বাচনে ভোট দিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ ভোট দিতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি আয়োজিত নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আলেম-ওলামারা দেশের জন্য জীবন দিতে কখনো কার্পণ্য করে না। তাদের বিগত ফ্যাসিবাদী সরকার নানা রকম ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর আমরা বলেছি, আলেম-ওলামাদের পেছনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভূমিকা ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ১১ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ঐক্যবদ্ধ হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

এনসিপির এ মুখপাত্র বলেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামিক গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম এবং প্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষভাবে মনোযোগ দেওয়া হবে।

সাবেক এ উপদেষ্টা আরও বলেন, জাতীয় পে-স্কেল করার জন্য কমিশনের প্রস্তাবকে ১১ দলীয় জোট সমর্থন করে, তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ১১ দলীয় জোট সরকার গঠন করলে এ প্রস্তাব দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালনরতদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হবে।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, নবীনগর-৫ আসনের ১১ দলীয় জোট প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসানসহ ১১ দলীয় জোট ও এনসিপির নেতারা।

জেলার ছয়টি আসনের এনসিপির প্রার্থী এবং জোটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পদযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে কান্দিপাড়া এলাকায় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল (র.) -এর কবর জিয়ারত করে নির্বাচনী পদযাত্রা কার্যক্রমের শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X