বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে ছাত্রীকে দিয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা মামলা করায় এবং স্কুল জাতীয়করণে দুর্নীতির অভিযোগের ২৪ শিক্ষকসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বরিশাল জেলা ও দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া শিক্ষকরা হলেন—বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, শিক্ষক শেখ জেবুন্নেছা, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল ও মামলার বাদী সেকান্দার আলী।

দুদকের মামলায় পরোয়ানা প্রাপ্তরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত পুতুল রানী মন্ডল, কল্যানী দেবনাথ, গোলাপী রানী, সাবনিন জাহান, সুরাইয়া সুলতানা, সুবর্না আক্তার, কাওসার হোসেন, মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ হোজরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার, রহিমা খাতুন, আকতার হোসেন খোকন, নাছরিন, মনির হোসেন, রেহেনা পারভীন, আহসান হাবীব, সামসুন্নাহার, আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।

মমলার বরাতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০২৪ সালের ৬ মে হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৩ শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ তুলে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ। কমিটির মনগড়া রিপোর্টের ভিত্তিতে শিক্ষক মাইদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করে ম্যানেজিং কমিটি। পরে এক শিক্ষার্থীর অভিভাবককে দিয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করান প্রধান শিক্ষক।

আদালতের নির্দেশে মামলার তদন্ত দেশে রিপোর্ট দাখিল করেন পিবিআইর উপপরিদর্শক মো. বাশার। তার রিপোর্টে উঠে আসে প্রকৃত ঘটনা। বাদী শিক্ষককে ফাঁসাতে মিথ্যা অভিযোগে মামলা করেন বলে উল্লেখ করা হয় তদন্ত রিপোর্টে।

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষক মাইদুল ইসলাম ট্রাইব্যুনালে পুনঃতদন্তের আবেদন করেন। বিচারক বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) উপমা ফারিসাকে তদন্তের দায়িত্ব দেন। সম্প্রতি ১৪ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট দাখিল করেন তিনি। তার দেওয়া রিপোর্ট পর্যালোচনা শেষে সাবেক ও বর্তমান প্রধান শিক্ষক, বাদী ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

ভুক্তভোগী মাইদুল ইসলামের অভিযোগ, প্রধান শিক্ষক সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি এবং কোচিং বাণিজ্যের প্রতিবাদ করায় তাকে দফায় দফায় হয়রানি করা হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে শিক্ষার্থীর অভিভাবককে দিয়ে যৌন হয়রানির মিথ্যা মামলা করা হয় তার বিরুদ্ধে। আগেও গণিতের এক শিক্ষককে একইভাবে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছিল। সেই মামলার অভিযোগও মিথ্যা প্রমাণিত হয়েছে।

অন্যদিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে দুর্নীতির অভিযোগের মামলায় ৯টি বিদ্যালয়ের ২১ জন শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, জাতীয়করণের ক্ষেত্রে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের ভুয়া রেকর্ডপত্র তৈরি করে নিয়োগ দেখিয়ে এক কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২০ সালের ৯ ডিসেম্বর ১৮ জনকে অভিযুক্ত করে মামলা করেন দুদক বরিশাল কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক ও বর্তমান কেন্দ্রীয় দপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান। তদন্ত শেষে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

১০

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১১

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

১২

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

১৩

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১৪

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১৫

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১৬

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

১৭

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

১৮

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

১৯

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

২০
X