

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার অভিযানও জোরদার করা হয়েছে। গত শনিবার থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত সারা দেশে অন্তত ১ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৯৮২ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতার মধ্যেও বিভিন্ন স্থানে বাস-ট্রাকে আগুন, অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ এবং গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ চেষ্টার মতো ঘটনা ঘটেছে। গত দুদিনের এমন নাশকতার ঘটনায় ঢাকাসহ চারটি জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এর প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুদিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এর আগে রায়ের তারিখ ঘোষণার আগে ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় দলটি। মূলত ওই কর্মসূচির পরই দেশজুড়ে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে থাকে। গতকাল সন্ধ্যায়ও রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাতে সেন্ট্রাল রোডে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে জোড়া হাতবোমার বিস্ফোরণ, বাংলামটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, মধ্যবাড্ডায় বাসে আগুন এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন লাগার ঘটনা ঘটে।
এ ছাড়া চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ককটেল বিস্ফোরণের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায়ও ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়ার ঘটনায় আতঙ্ক ছড়ায়। এদিন রাতে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্বৃত্তের আগুনে পুড়েছে আরেকটি বাস। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য জানিয়েছে পুলিশ। নিউমার্কেট থানার ওসি একেএম মাহফুজুল হকের ভাষ্য, রাত ৯টার দিকে সেখানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে যাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভির ভিডিও পর্যবেক্ষণের বরাতে ওসি আরও বলেন, ‘মোটরসাইকেলে এসে দুই যুবক দুটি ককটেল ছুড়ে চলে যায়। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি।’
বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে রাত ৯টা ৪০ মিনিটের দিকে। পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।’
এরপর রাত ১০টার দিকে মধ্যবাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান বলেন, ‘আমরা সংবাদ পেয়েছি যে মধ্যবাড্ডার একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। আগুন কীভাবে লেগেছে বা কেউ লাগিয়েছে কি না, এখনো নিশ্চিত নই।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার। তিনি বলেন, ‘আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, ‘থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দিই। এ সময় দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। কিন্তু অন্ধকারে তাদের চেনা যায়নি।’
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন এই অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও তা আবর্জনা থেকে লাগতে পারে— এমন ধারণার কথা জানান।
ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ধামরাই-গুলিস্তান রুটের (ডি-লিংক) একটি পার্কিং করা বাস। রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা বলেন, খবর পেয়ে তার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে।
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। রাত সাড়ে ১০টার দিকের এ ঘটায় কেউ হতাহত না হলেও পুরো এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপরে অবস্থান করা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল নিচে ছুড়ে মারে। তা বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে বলে জানিয়েছেন থানাটির ওসি ওহিদুজ্জামান।
গতকাল দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যা-ই হোক না কেন, তা কার্যকর হবে। এ নিয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে।
গতকাল বিজিবি সদর দপ্তর জানায়, রাজধানী ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে।
এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। গতকাল সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমানা সংলগ্ন গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ পাশের বিভিন্ন স্থানে এ অবরোধ হয়। অবরোধকারীরা গাছ কেটে সড়কে ফেলার পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে গোপালপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছিল। তবে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল ভোরে দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার মধ্যরাতে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লাগে, তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগেছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। আবার সিগারেটের আগুন থেকে থাকলে তা থেকেও সিটে আগুন ধরে যেতে পারে। গতকাল ভোরে সাভারে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসেও অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে গতকাল ভোরে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের কাজ চলছে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।
এদিকে ফেনীতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ট্রাংক রোড এলাকায় নির্মিত ‘জুলাই স্মৃতিসৌধে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। তবে এতে বড় ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জুলাই যোদ্ধার ক্ষোভ প্রকাশ করেছেন।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক মুহায়মিন তাজিম কালবেলাকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন জনমনে ভীতি তৈরির জন্য এসব ঘটাচ্ছে।
এদিকে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বাইরে থাকা সাইনবোর্ড পুড়ে গেছে। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার গভীর রাতে শ্রীপুর উপজেলাধীন বারোতোপা এলাকায় মাওনা-শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের লাহারকান্দি শাখাতেও আগুন দেয় দুর্বৃত্তরা। বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
(প্রতিবেদন তৈরিতে কালবেলার সংশ্লিষ্ট ব্যুরো অফিস, জেলা ও উপজেলা প্রতিনিধি সহায়তা করেছেন)
মন্তব্য করুন