বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
দেলোয়ার হোসেন, ময়মনসিংহ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি খারাপ হলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করেননি

ময়মনসিংহে জামায়াতকে উদ্দেশ করে তারেক রহমান
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ মুহূর্তে একটি রাজনৈতিক দল, যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলত, তাদেরই ভাষা ব্যবহার করছে। গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, তাদের বক্তব্য, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল। বিএনপি যদি এতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি? তারা পদত্যাগ করে আসেননি, তারা সরকারে ছিলেন, তারা ভালো করেই জানতেন, খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেছেন।

তিনি বলেন, সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে, খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে, তার সময়কালের চেয়ে দুর্নীতিতে দেশ নিম্নগতিতে ছিল। খালেদা জিয়া যখন ২০০১ সালে দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করল। যে দল এভাবে বিএনপিকে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে, নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যা কথা তারা বলছে।

জনসভা শুরুর আগে সকাল থেকেই ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪টি সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা ডাক-ঢোল পিটিয়ে সার্কিট হাউস মাঠে যোগ দেন। ২২ বছর পর প্রিয় নেতার আগমনকে ঘিরে বিকেল ৩টায় তারেক রহমান জনসভাস্থলে পৌঁছার আগেই অর্ধেক মাঠ পূর্ণ হয়ে যায়। তারেক রহমানের দুপুর আড়াইটায় সার্কিট হাউস মাঠের জনসভায় যোগদানের কথা থাকলেও উৎসুক জনতার ভিড় সামলে মঞ্চে ওঠেন বিকেল ৪টায়।

সভাস্থলে পৌঁছে প্রথমেই তিনি বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে মঞ্চে ওঠেন। এ সময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। পরে প্রধান অতিথির জন্য নির্ধারিত চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসেন তারেক রহমান।

সভামঞ্চে দাঁড়িয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে, জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের নির্বাচনী জনসভার লক্ষ্য হচ্ছে, আগামীর বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করা। তিনি বলেন, তাহাজ্জতের নামাজ পড়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেব। ভোট দিলেই কিন্তু দায়িত্ব শেষ হবে না। কেন্দ্র থেকে চলে আসব না। কেন্দ্রে থেকে রেজাল্ট নিয়ে ঘরে ফিরব।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য। আজকে এই যে নির্বাচনী জনসভা, এতে আমরা কী দেখি। অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। আজকে যদি আমি দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্য রকম কথা বলি, তাদের গিবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দেবে, যারা জনগণের জন্য কাজ করবে। জনগণের জন্য যদি কাজ করতে হয়, অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা থাকতে হবে কীভাবে দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, বিএনপি হচ্ছে সে রকম একটি দল, যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে কীভাবে দেশকে পরিচালনা করবে। কারণ এ দলটির অতীত অভিজ্ঞতা রয়েছে, কীভাবে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয়। বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কীভাবে গ্রাম পর্যায়ে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কীভাবে শিক্ষার আলো এদেশের সন্তাদের কাছে পৌঁছে দিতে হয়। বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে, কীভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। বিএনপি নামক দলটিরই অভিজ্ঞা রয়েছে, কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়।

তারেক রহমান বলেন, এ দেশের মানুষের যে অধিকার ছিনিয়ে নিয়েছিল, যে অধিকারের জন্য বহু মানুষ ১৬ বছর ধরে গুম-খুন, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছিল, যে অধিকার আদায়ের জন্য ২০২৪ সালের জুলাই-আগস্টে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, সে অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন আগামী মাসের ১২ তারিখে ভোটের মাধ্যমে। কেন এই ভোটের অধিকার দরকার—এ প্রশ্ন রেখে তিনি বলেন, এই ভোটের অধিকার দরকার কারণ, আমরা চাই এই দেশের মালিক জনগণ, তাদের ইচ্ছামতো যাতে আগামী দিন এই দেশ চলতে পারে। সে ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়নের জন্যই দরকার ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার।

বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশর মানুষ কী চায়? বাংলাদেশের মানুষ একজন অভিভাবক চায়। তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায়। একজন অভিভাবক চায়, তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। বেকার থাকবে না।

তিনি আরও বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মেয়েদের জন্য, মা-বোনদের শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ফ্রি করেছিল। সেই মা-বোনরা শিক্ষিত হয়েছেন। আজকে যে কোনো

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাই, আমরা দেখব ছেলেদের পাশাপাশি মেয়েরা সমানসংখ্যক লেখাপড়া করছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের সব জনসংখ্যার অর্ধেক নারী। বৃহৎ এই জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব না। সেজন্যই আমরা নারীদের জন্য, মায়েদের জন্য, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যাতে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন।

তিনি আরও বলেন, ময়মনসিংহের মাছের পোনা চাষ আরও বড় করা যেত। এখন দেশের বিভিন্ন জায়গার মাছের পোনা চাষ করা হয়। বিএনপি ক্ষমতায় গেলে এই মাছের পোনা বিদেশে রপ্তানি করার পরিকল্পনা আমাদের রয়েছে, যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় মাদক সমস্যা মোকাবিলায় যুবকদের কাজ, ব্যবসা ও বাণিজ্যে সম্পৃক্ত রাখতে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ময়মনসিংহ-৫ আসনের ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কিশোরগঞ্জ সদর আসনের প্রার্থী শরিফুল আলম, ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জামালপুরের দেওয়ানগঞ্জ আসনের প্রার্থী রাশিদুজ্জামান মিল্লাত,

দুর্গাপুর-কলমাকান্দা আসনের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর, জামালপুর-৩ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, ময়মনসিংহ-৭ আসনের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন, সাবেক মন্ত্রী সিরাজুল ইসলাম, জামালপুর সরিষাবাড়ী আসনের প্রার্থী ফরিদুল আলম তালুকদার, শেরপুর-৩ আসনের প্রার্থী ডা. মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ-২ আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, জামালপুর-২ আসনের প্রার্থী সুলতান আহমেদ বাবু, ময়মনসিংহ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, নেত্রকোনার আটপাড়া আসনের প্রার্থী রফিকুল ইসলাম হেলালী, নেত্রকোনা সদর আসনের প্রার্থী ডা. আনোয়ারুল হক, ময়মনসিংহ-১০ আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-১১ আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু,

ময়মনসিংহ-৬ আসনের ইয়াছের খান, নেত্রকোনা-পূর্বধলা আসনের আবু তাহের তালুকদার, ময়মনসিংহ-৬ আসনের আক্তারুল আলম ফারুক, ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ বাবু, শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী, শেরপুর-১ আসনের প্রার্থী ডা. তানসিলা প্রিয়াঙ্কা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১০

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১১

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১২

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৩

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৪

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৫

কে এই তামিম রহমান?

১৬

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৭

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৮

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৯

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

২০
X