রাজকুমার নন্দী
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির শাহজাহান জেল থেকে বেরিয়েই উঠলেন নৌকায়

নির্বাচনী চমক
রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর। ছবি: কালবেলা
রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর। ছবি: কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও। এর আগে গত বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপরই তার নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

জানা যায়, কারামুক্ত হওয়ার পর গতকাল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান। এরপর আওয়ামী লীগে যোগদান করেন তিনি। তার দাবি, বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বিএনপির বর্জনের মধ্যে আগামী ৭ জানুয়ারির নির্বাচন সামনে রেখে নানা নাটকীয়তার মধ্যে দলটির নেতা শাহজাহানের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা ছিল সবচেয়ে চমকপ্রদ ঘটনা। বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় দলটির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র কিংবা অন্য দলে যোগ দিয়ে ভোট করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে আলোচনা-গুঞ্জন ছিল। দলটির সাবেক কয়েকজন এমপি এবং জেলা পর্যায়ের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী কিংবা বিএনএম এবং তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে যথারীতি নির্বাচনও করছেন। তবে শাহজাহানের আওয়ামী লীগে যোগ দিয়ে ভোট করার ঘটনাটি সবচেয়ে বেশি চমকপ্রদ বলে মনে করছেন অনেকে। এ ঘটনায় বিএনপির অনেকে বিস্মিতও হয়েছেন।

এদিকে আওয়ামী লীগে যোগদানের কারণসহ সার্বিক বিষয় তুলে ধরতে গতকাল বিকেলে রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহজাহান। সেখানে বিএনপি ছাড়ার কারণ তুলে ধরে তিনি বলেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের সঙ্গে চলা সম্ভব না হওয়ায় তিনি দলটির রাজনীতি ছেড়ে দিয়েছেন। তার মতে, জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করবেন তিনি। ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া। আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।

এদিকে ঝালকাঠি-১ আসন থেকে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুন। গত রোববার তাকে মনোনয়ন দেওয়া হয়। তবে শেষ মুহূর্তে শাহজাহানকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তাকে হতাশ হতে হয়।

কালবেলার ঝালকাঠি প্রতিনিধি জানান, আওয়ামী লীগ থেকে শাহজাহান মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকার জনগণ কিছুটা চমকে গেছেন। আওয়ামী লীগ শিবিরে কিছুটা হতাশা বিরাজ করলেও বিএনপির সাধারণ কর্মীরা উচ্ছ্বসিত।

১৯৯১ সাল থেকে বিএনপির হয়ে চারটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনবার জয় পাওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহজাহান এবার ঝালকাঠি-১ আসন থেকে লড়তে যাচ্ছেন আওয়ামী লীগের নৌকা নিয়ে। মুক্তিযুদ্ধে বীরত্বের কারণে বীরউত্তম খেতাব পাওয়া শাহজাহান ১৯৯১ সাল থেকে বেশিরভাগ নির্বাচনেই বিএনপির হয়ে লড়াই করে আসছেন। যদিও ২০০৮ সালে তিনি মনোনয়ন পাননি। ১৯৯১ সালে আওয়ামী লীগের আবদুল কুদ্দুসকে হারিয়ে সংসদে আসেন তিনি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ‘একতরফা’ নির্বাচনে আবারও জয়লাভ করেন। তবে ১৯৯৬ সালে জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জুর কাছে হেরে যান অল্প ভোটে। ২০০১ সালে অষ্টম জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মঞ্জুকে হারিয়ে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৩ সাল থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। এরপর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ফের ধানের শীষ পান শাহজাহান।

২০১৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনে শাহজাহানকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়। দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সঙ্গেও কাজ করেছেন তিনি। গত ১৬ অক্টোবর রাজধানীতে বিএনপির উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ বিষয়ে এক সেমিনারে তার বক্তব্য ভাইরাল হয়ে যায়। সেদিন তিনি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে উদ্দেশ করে বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য অবতার হয়ে এসেছেন। তার তো আমাদের আরও সাহস দেওয়া দরকার, বাবারে তুই আমাদের বাঁচা, রক্ষা কর। তার বলতে হবে—আমি আছি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক কান্ট্রি, আমরাও ডেমোক্রেটিক কান্ট্রি। পিটার হাস-বাবা ভগবান আসসালামু আলাইকুম।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় শাহজাহান ওমর ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে গ্রেপ্তার হন। কিন্তু গ্রেপ্তার বিএনপির নেতাদের মধ্যে শাহজাহানই একমাত্র নেতা, যিনি জামিনে মুক্তি পান। ফলে মুক্তি পাওয়ার পরই তিনি নির্বাচনে অংশ নেবেন বলে রাজনীতিতে গুঞ্জন ছড়ায়। এর আগে গত মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম-খুন ও কারা নির্যাতিত নেতাদের স্বজনদের নিয়ে বিএনপি আয়োজিত মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, কিংস পার্টিতে যোগ দেওয়ার জন্য শাহজাহান ও তার পরিবারকে সরকার চাপ দিচ্ছে।

গত ৫ নভেম্বর শাহজাহানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তাকে ২৮ অক্টোবর কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের দিন বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৪ দিনের মাথায় তার জামিন হয় গত বুধবার। বিকেলে জামিন পাওয়ার পর সন্ধ্যায়ই তিনি মুক্তি পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদন

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস

১০

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

১১

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান

১২

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

১৩

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

১৪

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

১৫

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

১৬

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

১৭

বিরোধিতার গন্ধ পেলেই মিলবে না মার্কিন ভিসা

১৮

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

১৯

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

২০
X