নির্বাচনের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে স্বল্পমেয়াদি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে চলতি মাসে রিজার্ভে আরও এক বিলিয়ন যুক্ত হচ্ছে। যদিও নির্বাচনের আগে রিজার্ভ থেকে আর বড় কোনো দায় পরিশোধ করার প্রয়োজন হবে না। জ্বালানি তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে রিজার্ভ থেকে যে ডলার সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে, সেটার পরিমাণও ১ বিলিয়নের (১০০ কোটি) বেশি হবে না। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, নির্বাচনের আগে দেশের রিজার্ভ পরিস্থিতি আর না কমে স্থিতিশীল থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আগামী ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি সংস্থাটির পর্ষদে অনুমোদন হওয়ার কথা রয়েছে। সেদিন অনুমোদন হলে পরের দিনই দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ডলার যুক্ত
হবে রিজার্ভে। এ ছাড়া চলতি মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে বাজেট সহায়তার ৪০ কোটি ডলার যুক্ত হবে রিজার্ভে। অর্থাৎ বাজেট সহায়তা এবং বিদেশি ঋণ মিলিয়ে চলতি মাসে ১০৮ কোটি ডলার আসার কথা রয়েছে। ডলার সংকটের মধ্যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক কালবেলাকে বলেন, চলতি মাসে ১০০ কোটি ডলারের বেশি রিজার্ভে যুক্ত হওয়ার কথা রয়েছে। আর আকুর বিল পরিশোধ ছাড়া আর বড় কোনো দায় নেই। ফলে চলতি মাসে রিজার্ভ আর কমবে না।
নিয়ম অনুযায়ী, দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করতে হয়। সর্বশেষ বিল পরিশোধ করা হয়েছে গত ৭ নভেম্বর। সেই হিসাবে আগামী ৭ জানুয়ারি আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের বিল পরিশোধের কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৪৬৬ কোটি বা ২৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ কোটি বা ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। এর বাইরে নিট বা প্রকৃত রিজার্ভের একটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে জানানো হয়। সেই হিসাবে রিজার্ভ রয়েছে ১ হাজার ৬০০ কোটি ডলার।
এর আগে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর নামতে না দিয়ে ধরে রাখার পরামর্শ দিয়েছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে আমাদের স্বল্পমেয়াদি পরিকল্পনা নিতে হবে। রিজার্ভ বাঁচাতে বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের দ্বিতীয় কিস্তি, বিশ্বব্যাংক ও অন্যান্য উৎস থেকে সহায়তা পাওয়াসহ সম্ভাব্য সব বিকল্পের খোঁজ করতে হবে। তিনি বলেন, দেশের সামনে একটি নির্বাচন আছে এবং এটি স্বাভাবিক নির্বাচন নয়, কারণ নির্বাচন কেন্দ্র করে আগামী দিনগুলোতে নানা ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে।