

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মানবতার নিকৃষ্টতম অপরাধী’ আখ্যা দিয়ে তাকে অপহরণ করে আদালতে হাজির করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা তুরস্ক চাইলে নেতানিয়াহুকে ধরে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) সোপর্দ করতে পারে।
সম্প্রতি পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, সম্প্রতি যেমনভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করেছে, একইভাবে নেতানিয়াহুকেও আটক করা হলে তিনি সেটিকে সমর্থন করবেন। তিনি আরও বলেন, ‘তুরস্ক নেতানিয়াহুকে অপহরণ করতে পারে—আমরা পাকিস্তানিরা এর জন্য দোয়া করছি।’
নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করে আসিফ বলেন, আন্তর্জাতিক আদালত যখন ব্যবস্থা নিয়েছে, তখন দেশগুলোর উচিত ন্যায়বিচার নিশ্চিত করা। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে আইসিসি নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে খাজা আসিফ বলেন, ইতিহাসে এত বড় মানবতাবিরোধী অপরাধ আর কেউ করেনি। তার মতে, নেতানিয়াহুকে যারা সমর্থন করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক ইতোমধ্যে চরমভাবে খারাপ হয়েছে। তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে এবং আকাশপথ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ প্রেক্ষাপটেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন