ইউসুফ আরেফিন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

৫ ফেব্রুয়ারি সচিব সভা হতে পারে

৫ ফেব্রুয়ারি সচিব সভা হতে পারে

নতুন সরকার গঠনের পর প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে ‘সচিব সভা’ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ ফেব্রুয়ারি সোমবার এ সভা অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তারিখ ও সভার স্থান ঠিক হয়নি। ‘সচিব সভা’ আয়োজনে গতকাল মঙ্গলবার প্রস্তুতি সভা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সচিবালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২০২২ সালের ২৭ নভেম্বর সর্বশেষ সচিব সভা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এবারের সভায় উপস্থিত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবদের এই বৈঠকের তাৎপর্য গুরুত্বপূর্ণ। সরকারের নানা চ্যালেঞ্জ ও সেগুলো মোকাবিলার বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনার সুযোগ পাবেন তারা।

এবারের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। সেগুলো হলো—রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং দাম বৃদ্ধিতে যারা কলকাঠি নাড়েন, তাদের চিহ্নিত করা। প্রধানমন্ত্রী নতুন করে ক্ষমতায় বসার পরপরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বেশ কয়েকবার সতর্ক করেছেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। তবুও বাজারের লাগাম টানা যাচ্ছে না।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। সরকারের নেওয়া প্রকল্পের ধীরগতি দূর, সরকারি কেনাকাটায় মিতব্যয়ী হওয়া এবং সরকারি চাকরিতে দ্রুত শূন্যপদ পূরণে কর্মকর্তাদের নির্দেশনা দেবেন তিনি। সচিব সভার আগের সিদ্ধান্তগুলো নিয়ে সরকার কতটুকু এগিয়েছে, তাও প্রধানমন্ত্রীকে জানানো হবে। এ ছাড়া দুর্নীতি নিয়েও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। সচিবরা তাদের নিজ মন্ত্রণালয়-বিভাগের স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধের বিষয়গুলো তুলে ধরবেন। প্রধানমন্ত্রী প্রশাসনিক শৃঙ্খলা ঠিক রাখতে সচিবদের প্রতি কঠোর নির্দেশনা দিতে পারেন।

গতকাল মঙ্গলবার এক জ্যেষ্ঠ সচিব কালবেলাকে জানান, সচিব সভা হবে জেনেছি। তবে আনুষ্ঠানিকভাবে চিঠি পাইনি। মন্ত্রণালয়ের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পেলে অবশ্যই ধরব।

মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিব সভায় প্রধান অতিথি থাকেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকেন ৫৮টি মন্ত্রণালয়-বিভাগের সচিবসহ বিভিন্ন দপ্তর-সংস্থায় কাজ করা সচিবরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’র কোটি ভিউজ উদযাপন

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

১০

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১১

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১২

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১৩

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৪

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

১৫

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১৬

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১৭

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১৮

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৯

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

২০
X