আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে নয়, বরং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে আমরা চিন্তিত। গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইশতেহার বাস্তবায়নে মাথা ঘামাচ্ছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অস্থিরতার মধ্যেও কিন্তু আমাদের জনগণের কোথাও হাহাকার নেই। জনগণের পক্ষ থেকে বিক্ষুব্ধতা আমরা লক্ষ করিনি। সবাই স্বাভাবিক জীবনযাপন করছে। আমাদের দায়িত্ব যেটি, আমরা সেটি পালন করছি।
তিনি আরও বলেন, আগামীকালই দ্রব্যমূল্য কমে যাবে, এমন কথা তো আমি বলছি না। আমি বলেছি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। এর অর্থ কি আগামীকাল কমে যাবে? সে আশা দেওয়ার ক্ষমতা আছে আমার? এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কথা আমার মুখ দিয়ে অন্তত বের হবে না।
দ্রব্যমূল্য নিয়ে বিএনপির আন্দোলনের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখরক্ষার বিষয় আছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্র তো এখন অনেক চিন্তায় আছে। তারা নিজেদের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যস্ত, বাংলাদেশের দিকে অত মনোযোগ দেওয়ার সময় তাদের কোথায়? মধ্যপ্রাচ্যে তারা (যুক্তরাষ্ট্র) ইসরায়েলকে সামলাতে ব্যর্থ হচ্ছে। যুক্তরাষ্ট্রের দুষ্ট ছেলে ইসরায়েল তাদের কথা শুনছে না।
নির্বাচন বানচালের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো ব্যাপারে আমরা কোনো চাপের মুখে নেই। অহেতুক একটি বিষয় নিয়ে মাতামাতি করব, দরকারটা কী। বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো টানাপোড়েন নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।