কালবেলা প্রতিবেদক, ঢাকা ও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিজিপি সদস্যদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু

ঘুমধুম সীমান্তে তাজা মর্টার শেল
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী, সেনা সদস্যসহ ১০১ জনকে নাইক্ষ্যংছড়ি থেকে টেকনাফে স্থানান্তরের জন্য বিজিবির গাড়িতে তুলতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ঘুমধুমের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: কালবেলা
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী, সেনা সদস্যসহ ১০১ জনকে নাইক্ষ্যংছড়ি থেকে টেকনাফে স্থানান্তরের জন্য বিজিবির গাড়িতে তুলতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ঘুমধুমের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: কালবেলা

আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসা মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যদের সে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের সমুদ্রপথে ফেরত পাঠানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১০০ সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে টেকনাফে নেওয়া হয়েছে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তঘেঁষা নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের নয়াপাড়া বিলে অবিস্ফোরিত একটি মর্টার শেল কুড়িয়ে পায় শিশুরা। পরে সেটি নিরাপদে বিজিপির হেফাজতে নেওয়া হয়েছে। সীমান্তঘেঁষা বাংলাদেশের বাসিন্দারা আশঙ্কা করছেন, এই ধরনের আরও মর্টার শেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে পারে সীমান্তের বিল ও জঙ্গলে, যা বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ।

মাসখানেক ধরে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘাত চলছে। সীমান্ত লাগোয়া রাখাইন রাজ্যে দুই গ্রুপের সেই সংঘাত ছড়িয়ে পড়লে এর প্রভাব পড়ে বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যেও। ওপার থেকে উড়ে আসা মর্টার শেলে প্রাণ যায় বাংলাদেশি এক নারীসহ দুজনের, গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে গত সোম ও মঙ্গলবার বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে তুমুল গোলা ও গুলিবর্ষণের শব্দে আঁতকে ওঠেন বাসিন্দারা। তারা বাড়িঘর ছেড়ে নিরাপদে চলে যেতে বাধ্য হন। তবে গত বুধবারের পর গতকাল বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে গুলির শব্দ পাওয়া না গেলেও উখিয়া সীমান্তেও ওপার থেকে থেমে থেমে গুলির শব্দ আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আনুষ্ঠানিক যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরোধীর কোনো তথ্য না থাকায় আতঙ্ক কাটেনি বাংলাদেশের সীমান্তের মানুষদের।

যেভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে মিয়ানমার বাহিনীর সদস্যদের: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে গত রোববার থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা, ইমিগ্রেশনসহ অন্য সরকারি কর্মকর্তারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন। আন্তর্জাতিক নিয়ম ও মানবিক কারণে আশ্রয় দিয়ে তাদের অস্ত্রমুক্ত করে বিজিবি। পালিয়ে আসাদের আহতদের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হয়। সবাইকে এতদিন নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও ঘুমধুম সীমান্তে বিজিবি হেফাজতে রাখা হলেও গতকাল তাদের মধ্য থেকে বিজিপির ১০০ সদস্যকে টেকনাফে সরিয়ে নেওয়া হয়।

এই সরিয়ে নেওয়ার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে তুমব্রু থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলায় স্থানান্তর করা হয়েছে।

অবশ্য বিজিবি সূত্র জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা ব্যক্তিদের নিজ দেশে ফেরানো সুবিধাজনক করতে ঘুমধুম থেকে টেকনাফের হ্নীলায় স্থানান্তর করা হয়েছে। বুধবার ঢাকায় এক আন্তঃমন্ত্রণালয়ের সভায় পালিয়ে আসাদের সমুদ্রপথে ফেরত পাঠানোর কথা হয়েছে। সমুদ্রপথে ফেরত পাঠানো হলে টেকনাফের দিক থেকে সবচেয়ে সুবিধাজনক হবে। এ জন্য ঘুমধুমে আশ্রয় দেওয়া বিজিপি, সেনাবাহিনী, ইমিগ্রেশন, পুলিশসহ বিভিন্ন সংস্থার ১০০ সদস্যকে টেকনাফে স্থানান্তর করে হ্নীলার একটি স্কুলে রাখা হয়েছে।

সূত্রগুলো বলছে, মিয়ানমারের বেশ কয়েকটি রাজ্য বিদ্রোহীরা দখলে নিলেও এখন পর্যন্ত মংডু এলাকাটি জান্তা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সেখানেই ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার। টেকনাফ থেকে সমুদ্রপথে মংডুর যাতায়াত সুবিধা হওয়ায় সেখানে নেওয়া হতে পারে তাদের।

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির গাড়িতে করে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে আত্মসমর্পণ করা ব্যক্তিদের মধ্যে ১০০ জনকে টেকনাফ উপজেলার উপকূলবর্তী হ্নিলা ইউনিয়নে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গতকাল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সেখানে বিজিবির একটি বাস, দুটি সাঁজোয়া যান, তিনটি ট্রাকসহ আরও দুটি গাড়ি অপেক্ষা করছে। স্কুলের ভেতর থেকে এক এক করে বিজিপি সদস্যদের গণনা করে প্রথমে বাসে তোলা হয়। এরপর অনেককে ট্রাকেও তুলতে দেখা যায়। তাদের অনেকের গায়ে মিয়ানমার বাহিনীর পোশাক ছিল, অনেককে সাধারণ পোশাকেও দেখা যায়। বিকেল সাড়ে ৩টার দিকে দুটি সাঁজোয়া যানের পাহারায় গাড়িগুলো টেকনাফের দিকে রওনা হয়। ওই সময় সেখানে এলাকার উৎসাহী লোকজন জড়ো হলেও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেয়।

গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জানানো হয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের নৌপথে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে তাদের গভীর সমুদ্র দিয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

গতকাল সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, মিয়ানমার তাদের বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে। দ্রুতই এটি কার্যকর হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনাও চলছে।

সেহেলী বলেন, বিজিপি সদস্যদের আশ্রয় আর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয় এক নয়। যে কোনো পথেই তাদের ফেরত পাঠানো হবে। এখানে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়ে আমাদের অবস্থান জানতে চাইলে মুখপাত্র বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি নিয়ে মিয়ানমারের কাছে ক্ষতিপূরণ চাওয়ার প্রক্রিয়া পর্যালোচনা করা উচিত।

শিশুরা কুড়িয়ে পেল অবিস্ফোরিত মর্টার শেল! : গতকাল দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নয়াপাড়া বিলে একটি মর্টার শেল কুড়িয়ে পায় কয়েকটি শিশু। সেটি অবিস্ফোরিত ধারণা করা হলেও বিজিবির বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিরাপদে সরিয়ে নিয়ে পরীক্ষা করছে।

স্থানীয়রা জানিয়েছেন, মর্টার শেলটি যেখানে পাওয়া যায়, সেখান থেকে মিয়ানমার সীমান্তের দূরত্ব মাত্র ১০০ মিটার। তারা বলছেন, গত দুদিনে বাংলাদেশের এপারে মিয়ানমার থেকে কোনো মর্টার শেল এসে পড়েনি। এ থেকে তাদের ধারণা, গত মঙ্গলবার রাতে মর্টার শেলটি বিলে পড়তে পারে। ওই রাতে মিয়ানমারের ওপার থেকে টানা ভারী গোলাবর্ষণের শব্দ ভেসে আসছিল। এতদিন আতঙ্কে সীমান্তঘেঁষা বিলটিতে যায়নি।

মর্টার শেল উদ্ধারের বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ারুল ইসলাম জানান, এলাকার কয়েকটি শিশু লাকড়ি কুড়াতে গিয়েছিল বিলে। এরপর সেখানে মর্টার শেলটি পেয়ে বস্তায় ভরে বসতবাড়ির কাছে নিয়ে আসে। ওই শিশুরা বুঝতে পারেনি, এটি ভয়ংকর মর্টার শেল। পরে সেটি এলাকার লোকজন দেখে আঁতকে উঠে এবং বিজিবিকে খবর দেয়। ঝুঁকি বিবেচনায় বিজিবি মর্টার শেলটি বসতি এলাকা থেকে দূরে বিলের মধ্যে রেখেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, মর্টার শেলটি উদ্ধার করে বিজিবি নিরাপদে নিয়েছে।

উখিয়া সীমান্তে গোলাগুলির শব্দ, ঘুমধুম সীমান্ত শান্ত: সীমান্তবাসীরা বলছেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তের ওপারে বুধবার রাতে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। রাত ১১টা থেকে ২টার মধ্যে এই গোলাগুলি হয়। কয়েকটি মর্টার শেলের আওয়াজও ভেসে আসে ওই সময়ে। তবে নাইক্ষ্যংছড়ির তুমব্রু-ঘুমধুম সীমান্ত ছিল শান্ত।

পালংখালীর বাসিন্দারা বলছেন, কিছুটা সময় তারা স্বস্তিতে ছিলেন। রাতে গুলির শব্দ শুনে অনেকের ঘুম ভেঙে গেলে আতঙ্কে তারা ঘর থেকে বের হয়ে এদিক-ওদিক যেতে থাকেন। ভোরের দিকে গুলির শব্দ বন্ধ হলে বাড়ি ফেরেন। তবে বুধবার রাতে মিয়ানমারের এই গোলাগুলি কাদের মধ্যে হয়েছে, তা নিশ্চিত নন তারা।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, মধ্যরাতে গোলাগুলির শব্দে নতুন করে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে।

সীমান্তের স্থানীয় লোকজন বলছেন, পালংখালীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও মংডুর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী নবী হোসাইনের আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) সক্রিয় রয়েছে। ওই দুটি গ্রুপ গোলাগুলি করতে পারে বলে ধারণা তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১১

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১২

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৩

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৪

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৫

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৬

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৭

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৮

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৯

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

২০
X