সাইদুল ইসলাম ও নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদের আগেই নাবিকদের ফেরানোর চেষ্টা

ঈদের আগেই নাবিকদের ফেরানোর চেষ্টা

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিক ও জাহাজকে অপহরণের ঘটনায় আজ বুধবার ১৬ দিন হতে চলল। তবে তাদের মুক্ত করার ব্যাপারে এখনো কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি। যে কারণে উৎকণ্ঠা বাড়ছে জিম্মি নাবিকদের পরিবারে। কিন্তু সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই সব নাবিককে মুক্ত করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশন। তৃতীয় পক্ষের মাধ্যমে দস্যুদের সঙ্গে ইতোমধ্যে আলাপও শুরু করেছে প্রতিষ্ঠানটি। মালিকপক্ষের আশা, দ্রুত সময়ের মধ্যেই জিম্মি সমস্যার সমাধান হবে।

কবির গ্রুপের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কালবেলাকে বলেন, জাহাজের সব নাবিক সুস্থ আছেন। দস্যুদের সঙ্গে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। তবে যোগাযোগ চলছে। আমরা সব নাবিককে সুস্থভাবে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি। আশা করছি, ঈদের আগেই আমরা সবাইকে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব।

এদিকে, এমভি আব্দুল্লাহ জাহাজের নাবিক ইঞ্জিন অয়েলার মোহাম্মদ শামসুদ্দিনের পরিবার জানিয়েছে, ৩০ থেকে ৩৫ জন জলদস্যু জাহাজে সার্বক্ষণিক সশস্ত্র পাহারা দিচ্ছে। নিজেদের শক্তি জানান দিতে ইউরোপীয় যুদ্ধজাহাজের দিকে কয়েক দফা গুলি ছুড়েছে দস্যুরা। জাহাজে এরই মধ্যে খাবার পানির সংকট তৈরি হয়েছে। পানি ব্যবহার ও খাবার নিয়ে কষ্ট করতে হচ্ছে নাবিকদের। জিম্মি জাহাজে জলদস্যুদের ভারী অস্ত্র বসানোর প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়া এক্সের পোস্টে। গত বুধবার এক্স পোস্টে দস্যুদের ভারী অস্ত্র তাক করে

রাখার ছবি প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী ও ডেইলি সোমালিয়া পত্রিকা।

সর্বশেষ সোমবার সকাল পর্যন্ত এমভি আব্দুল্লাহ সোমালিয়া উপকূলের অদূরেই ছিল। কয়েক দফা স্থান পরিবর্তন করে জাহাজটি উপকূলের কাছাকাছি নোঙর করে জলদস্যুরা। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন বলেন, জাহাজের সব নাবিক সুস্থ আছেন। পরিবারের সঙ্গে জাহাজের একাধিক নাবিক যোগাযোগ করেছেন। নাবিকদের বিষয়ে জাহাজ মালিকের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

জিম্মি অয়েলার মোহাম্মদ শামসুদ্দিনের ভগ্নিপতি বদরুল ইসলাম বলেন, আমার শ্যালক শামসুদ্দিনের সঙ্গে সর্বশেষ বৃহস্পতিবার কথা হয়েছে। একই সঙ্গে কয়েক সেকেন্ডের একটা অডিও ভয়েস পাঠিয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তিনি মোবাইলের হোয়াটসঅ্যাপে ফোন করেছেন। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। তারাও জানতে পেরেছেন জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ মালিকদের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি।

এরই মধ্যে ১২ মার্চ জাহাজের অবস্থান জানিয়ে পাঠানো একটি নোট গণমাধ্যমের কাছে এসেছে। সেই নোটের বর্ণনা পড়ে জাহাজটির জিম্মি সময়ের কিছু তথ্য জানা গেছে। নোটটি এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিমের কাছে পাঠিয়েছিলেন জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ। নোটশিটে জাহাজের সিটাডেলে (জাহাজের গোপন কক্ষ, যেটিতে নিরাপদে আশ্রয় নেওয়া যায়) যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেওয়ার পরও দুজন না যাওয়ার তথ্য রয়েছে। এই দুজনের একজন এমভি আব্দুল্লাহর সেকেন্ড অফিসার মোজাহেদুল ইসলাম চৌধুরী। যাকে প্রথমেই অস্ত্র ধরে জিম্মি করেছিল দস্যুরা। অন্যজন ডিউটি ইঞ্জিনিয়ার। তারা দুজন সিটাডেলে পৌঁছতে না পারায় পরবর্তী সময়ে সবাইকে বেরিয়ে আসতে হয় এবং শেষ পর্যন্ত জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণে নেয়।

১২ মার্চ দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত ২২ দফা নোট লেখেন ক্যাপ্টেন। এই নোটগুলোর তথ্য পড়ে বোঝা যায়, জিম্মি হওয়ার সময় জাহাজে কী ঘটেছিল? সে সময় এমভি আব্দুল্লাহ থেকে আশপাশের আট থেকে নয়টি জাহাজ, নৌবাহিনীর কাছে সহযোগিতা চাওয়া হয়। কিন্তু কারও সাড়া পাওয়া যায়নি, সেই তথ্যও রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত অন্য একটি জাহাজের একজন ক্যাপ্টেন বলেন, ‘জাহাজ থেকে নিয়মিত তথ্য পাঠানো হয় মালিকপক্ষের কাছে। সাধারণত প্রতিদিন দুপুরে একটি রিপোর্ট পাঠানো হয়। সেই তথ্য বিবরণীতে হয়তো জাহাজটি জিম্মি মুহূর্তের সর্বশেষ তথ্য রয়েছে। তবে এগুলো সাধারণ গোপনীয় বিষয়।’

তিনি বলেন, ‘সিটাডেল জাহাজের একটি গোপন কক্ষ, এটি জাহাজের নাবিক ছাড়া অন্য কেউ জানে না। এখানে বসে জাহাজ নিয়ন্ত্রণ করা যায়। আবার বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগও রাখা যায়। বাইরে থেকে কেউ হামলা করলে নাবিকরা যদি সেই কক্ষের ভেতরে প্রবেশ করেন, তাহলে নিজেদের রক্ষা করতে পারেন। এমভি আব্দুল্লাহর ক্ষেত্রে হয়তো সব নাবিক সিটাডেলে প্রবেশ করতে পারেননি বা তার আগেই কাউকে জিম্মি করেছিল। এ কারণে সবাই গোপন কক্ষে আশ্রয় নিতে পারেননি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আবারও স্বর্ণের রেকর্ড দাম

আরও ছয় পুলিশ পেলেন বিপিএম ও পিপিএম পদক

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিরা পলাতক

সংকটে মালদ্বীপ প্রবাসীরা, দেশত্যাগের মুখে ২৭ হাজার শ্রমিক

সৌদি থেকে ফেরত আনা হলো ৩৮ কোটি টাকা

আলু যেন গলার কাঁটা

এবার ‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিতে আরেক দলের আবেদন

অকেজো সরঞ্জাম, ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

১০

দাম বাড়ল ভোজ্যতেলের

১১

চমেকে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

১২

ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

১৩

ব্যক্তির নাম সরিয়ে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

১৪

এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বর্ণাঢ্য আয়োজনে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

১৬

খুলনা সদর আসনে ধানের শীষের দাবিদার যারা

১৭

দিনদুপুরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

১৮

প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন কালবেলার জাফর ইকবাল

১৯

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

২০
X