বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩
সাইদুল ইসলাম ও আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:১৪ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
আন্দরকিল্লা শাহি জামে মসজিদ

বিবর্ণ মুঘল বিজয়ের স্মারক

সংস্কারে নেই উদ্যোগ
বিবর্ণ মুঘল বিজয়ের স্মারক

চট্টগ্রামের আন্দরকিল্লায় দুদিক থেকে দুটি সড়ক এসে একত্রে মিলিত হয়েছে। সেই সংযোগ সড়কের কোল ঘেঁষে রয়েছে পাহাড়। আর পাহাড়ের ওপরে উঁকি দিচ্ছে অনিন্দ্যসুন্দর ইমারত-সবুজ গম্বুজ। এমন স্থাপত্যের দিকে তাকালে যে কারও চোখ জুড়িয়ে যায়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তার বাহিনী চট্টগ্রাম বিজয়ের পর প্রাদেশিক শাসক শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ প্রথম আন্দরকিল্লায় প্রবেশ করেন। সেই বিজয়ের স্মৃতি ধরে রাখতে সাড়ে ৩ বছর আগে এ মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এ কারণে ঐতিহ্যবাহী এ মসজিদটিকে বলা হয় মুঘল বিজয়ের স্মারক।

বর্তমানে এই মসজিদটির অবস্থা খুবই জরাজীর্ণ। সংস্কারের অভাবে ভেঙে পড়ছে মসজিদের পিলার, মিনারসহ বিভিন্ন অংশ। ছাদ, গম্বুজ, দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে রড- সুড়কি। ছাদে ফাটল সৃষ্টি হওয়ায় একটু বৃষ্টি হলেই পানি ঢুকে মসজিদের ভেতর। মিনারগুলোর দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। সেসব ফাটল দিয়ে আকাশ দেখা যায়। এ যেন পলেস্তারা নয়, খসে পড়ছে ঐতিহাসিক মুঘল বিজয়ের স্মারক।

১৯৮৬ সালে এই মসজিদটি পুরার্কীতির তালিকাভুক্ত হয়। সরকারি গেজেটে এটি ‘দ্য চিটাগাং শাহি জামে মসজিদ’ হিসেবে উল্লেখ থাকলেও সাধারণ মানুষের কাছে তা আন্দরকিল্লা শাহি জামে মসজিদ নামে পরিচিত। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত হওয়ার কারণে তা সংস্কার করতে পারছে না মসজিদ কমিটি।

জানা যায়, মসজিদটি সংস্কারে কুয়েত সরকারের আর্থিক সহযোগিতায় ২০১৩ সালে ১৫৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় ধর্ম মন্ত্রণালয়। কুয়েত ডেভেলপমেন্ট কনসালট্যান্ট (কেডিসি) মসজিদের মূল নকশা অপরিবর্তিত রেখে সেখানে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মসজিদটি পুরাকীর্তির তালিকাভুক্ত হওয়ায় সে সময় তা বাস্তবায়িত হয়নি। জরাজীর্ণ হওয়ার কারণে প্রায় ১০ বছর ধরে দ্বিতীয় তলায় নামাজ পড়া হয় না। দ্বিতীয় তলার ছাদ, পিলারসহ বিভিন্ন অংশ খসে পড়ছে। সেখানে যেন কেউ ঢুকতে না পারে সেজন্য প্রবেশ মুখে বাঁশের বাঁধ দেওয়া হয়েছে।

মসজিদের জরাজীর্ণ অবস্থা নিয়ে কালবেলা প্রতিবেদকের সঙ্গে কথা হয় আন্দরকিল্লা শাহি জামে মসজিদ মুসল্লি পরিষদের সভাপতি সালাউদ্দিন কাশেম খান ও সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীনের সঙ্গে। তারা জানান, ১০ বছর আগে থেকেই মসজিদের বিভিন্ন অংশে পিলার, দেয়াল, মিনারসহ বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ এ মসজিদে নামাজ পড়তে আসেন। ভেতরে জায়গা সংকুলান না হওয়ার কারণে বাইরে এবং মসজিদ সংলগ্ন মার্কেটেও মুসল্লিরা নামাজ আদায় করেন। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত হওয়ায় সংস্কার কাজ করা যাচ্ছে না। অতিসত্বর মসজিদটির সংস্কার করা না হলে যে কোনো সময় সেটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মুসল্লি পরিষদের সভাপতি সালাউদ্দিন বলেন, সরকার অনুমোদন দিলে সবার সহযোগিতায় এখানে নতুন মসজিদ কিংবা পুরোনো মসজিদের অবকাঠামো ঠিক রেখে তা নতুন করে নির্মাণ করা সম্ভব হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব প্রাচীন এই মসজিদ ও স্থাপত্য রক্ষায় উদ্যোগ নেওয়া হোক।

মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন বলেন, মোঘল আমলের এই মসজিদে ব্রিটিশ শাসনকালে নামাজ বন্ধ ছিল। ১৭৬১ খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ মসজিদটিকে গোলাবারুদ রাখার গুদাম হিসেবে ব্যবহার করা শুরু করে। ১৮৮৫ খ্রিষ্টাব্দে হামিদুল্লাহ খাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মসজিদটি আবারও নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বিভিন্ন নথিপত্র ঘেঁটে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় এই কিল্লা বা কেল্লা মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। ১৬৬৬ খ্রিষ্টাব্দে শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এই কিল্লার ভেতরে প্রবেশ করার পর এর নাম হয় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিষ্টাব্দে এখানে নির্মাণ করেন একটি মসজিদ, যা আন্দরকিল্লা শাহি জামে মসজিদ নামে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১০

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১১

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১২

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৩

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৪

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৫

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৬

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৭

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১৮

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

১৯

অনিশ্চয়তার দোলাচলে শাকসু নির্বাচন

২০
X