কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিবাহবার্ষিকীর দিনেই জনপ্রিয় অভিনেত্রীকে তালাকের নোটিশ

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি : সংগৃহীত
জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি : সংগৃহীত

বিয়েবার্ষিকীর দিনেই তালাকের নোটিশ পেয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের দুঃখ ও আইনি লড়াইয়ের কথা তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলিউড অভিনেত্রী সেলিনা জানান, ১৫তম বিয়েবার্ষিকীর দিনই স্বামী পিটার হাগ তাকে ডিভোর্স নোটিশ দেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বর্তমানে তিনি তার তিন সন্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের সুযোগ পাচ্ছেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের বিরুদ্ধে সাংসারিক সহিংসতা, নিষ্ঠুরতা ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করেন। মুম্বাইয়ের আন্ধেরির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা ওই মামলায় তিনি ৫০ কোটি রুপি ক্ষতিপূরণসহ অন্যান্য দাবি তোলেন।

মঙ্গলবার ইনস্টাগ্রামে তিন সন্তানকে নিয়ে একটি ছবি শেয়ার করে সেলিনা লেখেন, ২০২৫ সালের ১১ অক্টোবর রাত ১টায় আমি প্রতিবেশীদের সহায়তায় অস্ট্রিয়া ছাড়তে বাধ্য হই। আমি যে নিরবচ্ছিন্ন নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছিলাম, তা থেকে বাঁচতেই এ সিদ্ধান্ত নিতে হয়। অল্প কিছু অর্থ নিয়ে আমাকে ভারতে ফিরে আসতে হয় এবং নতুন করে জীবন শুরু করার চেষ্টা করতে হয়।

তিনি জানান, ভারতে ফিরে নিজের বাড়িতে ঢুকতেও তাকে আদালতের শরণাপন্ন হতে হয়েছে। ওই বাড়িটি তিনি বিয়ের বহু আগে ২০০৪ সালে কিনেছিলেন। তিনি অভিযোগ করেন, সেই সম্পত্তির ওপর এখন তার স্বামী দাবি করছেন। এসব আইনি প্রক্রিয়া চালাতে তাকে বড় অঙ্কের ঋণও নিতে হয়েছে।

সেলিনা আরও জানান, অস্ট্রিয়ান ফ্যামিলি কোর্টের যৌথ অভিভাবকত্বের আদেশ থাকা সত্ত্বেও বর্তমানে আমাকে আমার তিন সন্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এটি আমাকে ভেঙে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, তার সন্তানদের সঙ্গে তার যোগাযোগে বারবার বাধা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু মিডিয়া বর্ণনার মাধ্যমে সন্তানদের প্রভাবিত করা হচ্ছে। এমনকি তাদের মায়ের বিরুদ্ধে কথা বলতে মানসিক চাপ ও ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পোস্টে সবচেয়ে বিস্ময়কর তথ্য তুলে ধরে সেলিনা লেখেন, ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে, আমাদের ১৫তম বিবাহবার্ষিকীতে উপহারের কথা বলে আমাকে স্থানীয় পোস্ট অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই আমাকে ডিভোর্স নোটিশ দেওয়া হয়। এরপর শুধুমাত্র সন্তানদের কল্যাণের কথা ভেবে শান্তিপূর্ণ বিচ্ছেদের চেষ্টা করেছিলাম। কিন্তু এর বদলে বিবাহপূর্ব সম্পত্তি নিয়ে দাবি ও অসম্মানজনক শর্ত আরোপ করা হয়, যা তার স্বাধীনতা ও মর্যাদা কেড়ে নেওয়ার শামিল।

উল্লেখ্য, সেলিনা জেটলি ২০১০ সালে অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন। তাদের তিন ছেলে রয়েছে। তারা হলো ২০১২ সালে জন্ম নেওয়া যমজ উইনস্টন ও ভিরাজ এবং ২০১৭ সালে জন্ম নেওয়া আর্থার। এছাড়া তাদের আরেক সন্তান শামশের হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের ঘোষণা কোয়াবের

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিসিবি

সুখবর পেলেন মাসুদ

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

শ্রেণিকক্ষে না গিয়ে কুশল বিনিময়, দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুদ্দিন অপু 

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

জন্মদিনে ছাত্রদল নেতা শাহরিয়ারের জবি স্টাফদের মাঝে কম্বল বিতরণ

ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

১০

চাঁদাবাজদের দমন করার দায়িত্ব আমার : রবিউল

১১

রাতের এই সাধারণ অভ্যাস লিভার রোগের ঝুঁকি বাড়ায়

১২

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, তার জন্য গণভোট : আলী রীয়াজ

১৩

তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শীর্ষক কার্টুন হস্তান্তর

১৪

নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির অঙ্গীকার : সেলিমুজ্জামান

১৫

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা বলল ইসি

১৬

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাবের যাত্রা শুরু

১৭

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

১৮

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

১৯

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু

২০
X