সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৩:০৮ এএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
গণভবনে সংবাদ সম্মেলন

আমাকে উৎখাতের পর কে আসবে ক্ষমতায়

প্রধানমন্ত্রীর প্রশ্ন
আমাকে উৎখাতের পর কে আসবে ক্ষমতায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এবং কিছু বাম দল অপপ্রচার ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে; কিন্তু পরবর্তী সময়ে কারা বা কে আসবে, সেটা কি তারা ঠিক করতে পেরেছে? কারা দেশের জন্য কাজ করবে? তারা কাকে ক্ষমতায় আনতে চায়? গতকাল বৃহস্পতিবার গণভবনে আয়োজিত থাইল্যান্ড সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব প্রশ্ন তোলেন।

তিনি বলেন, তারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু কাকে ক্ষমতায় আনতে চায়, সেটা স্পষ্ট না বলেই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলেই কেউ বিদেশে বসে প্রতিদিন অনলাইনে আন্দোলন-সংগ্রাম করেই যাচ্ছে। নির্দেশ দিয়েই যাচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। পঁচাত্তরের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনের যদি তুলনা করেন, তাহলে দেখবেন ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার নির্বাচন হয়েছে।

আন্দোলন ঘিরে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাদের আগে নিজের ঘর সামলানো উচিত। গুলি করে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। বিভিন্ন স্কুল, শপিংমল, রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনোদিন নেই, যেদিন যুক্তরাষ্ট্রে গুলিতে মানুষ মারা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নিহতের ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর আগেও বাংলাদেশি কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। আমাদের যেটুকু করার, সেটুকু করে যাচ্ছি। ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়াচ্ছে। আমরা সব সময় ফিলিস্তিনিদের পক্ষে আছি। যেখানেই যাই আমার কথা আমি বলবই। যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক।

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের প্রসঙ্গে বলেন, আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। মানুষ যাকে চাইবে সে-ই জিতবে। নির্বাচনে আওয়ামী লীগের কর্মীদের অগ্রাধিকারের কথা তুলে ধরে বলেন, দলে অনেকেই দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় রয়েছেন। তারা আগে থেকেই রাজনীতিতে আছেন, যিনি এমপি হয়েছেন, তারও বহু আগে থেকে নির্বাচন করে কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেউ পৌর চেয়ারম্যান হয়েছেন। তাদের আমরা মানা করি কীভাবে? তবে এটা ঠিক, হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল; এসব ঠিক না। আমি সেটাই বলতে চেয়েছি। আমাদের কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। সবকিছু নিজেরা নিয়ে নেব, নেতাকর্মীদের জন্য কিছু রাখব না, এটা তো হয় না।

বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে। এই বর্জন করে কেন, আসলে নির্বাচন করার মতো সক্ষমতা তাদের নেই। সংসদ নির্বাচন করতে হলে জনগণকে দেখাতে হবে পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে কিংবা নেতা কে হবেন। উপযুক্ত নেতা যদি না থাকে, তখন তো নির্বাচনে অংশ না নেওয়ার একটা ছুঁতো খুঁজতে হয়।

আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্লাটিনামজয়ন্তী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমরা দলের ৭৫ বছর পালন করব ব্যাপকভাবে। বিশ্বপরিস্থিতি বিবেচনা করে দেখব কোন কোন দেশকে আমন্ত্রণ জানানো যায়। ব্যাপক কর্মসূচির পালনের জন্য উপকমিটি হবে। উপমহাদেশের একটি দল ৭৫ বছর উদযাপন করছে, এটা বড় কথা।

প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে। মিয়ানমারের ওপর থাইল্যান্ডের একটা প্রভাব আছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিষয়টি আরও গভীরভাবে দেখবেন। প্রত্যাবর্তনের যতটা সহযোগিতা দরকার, সেটা তিনি করবেন।

সংবাদ সম্মেলনে মূল মঞ্চে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১০

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১১

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১২

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৩

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৪

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৬

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৭

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

১৮

ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

১৯

দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে : টুকু

২০
X