মাওলানা আব্দুল হামিদ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

রমজানে দাঁত পরিষ্কারের মাসআলা

রমজানে দাঁত পরিষ্কারের মাসআলা

দাঁত অপরিষ্কার থাকলে দুর্গন্ধ সৃষ্টি হয়। অন্য মানুষের কষ্টের কারণ হয়। তবে রোজার কারণে পেট খালি থাকায় যে গন্ধ সৃষ্টি হয়, তা মানুষের জন্য সামান্য অস্বস্তিকর হলেও আল্লাহর কাছে অনেক প্রিয় বিষয়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—রাসুলে আকরাম (সা.) বলেন, ‘মুহাম্মদের প্রাণ যার হাতে, তার শপথ! রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকে আম্বরের ঘ্রাণের চেয়েও অধিক পছন্দনীয় ও প্রিয়।’ (বোখারি: ১৮০৫; মুসলিম: ২৭৬২)

অনেকেই এ হাদিসের ভুল ব্যাখ্যা করেন। যেহেতু রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে অনেক প্রিয়, তাই রোজা অবস্থায় কোনোভাবেই দাঁত পরিষ্কার করা যাবে না, দাঁত মাজলে আল্লাহর কাছে প্রিয় গন্ধ দূর হয়ে যাবে আর রোজাদার সে ফজিলত থেকে বঞ্চিত হবে, বিষয়টি এমন নয়। বরং রোজা অবস্থায় মিসওয়াক করা সুন্নত, এটা রোজা রাখা অবস্থায় সকাল, দুপুর, বিকেলসহ সব নামাজের ওয়াক্তে আদায় করাই সুন্নত। আর সব অবস্থায় রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে প্রিয়। তাই বলে মিসওয়াক না করার ফলে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় নয়। ইসলামের শিক্ষাও নয় এটা।

মিসওয়াক করা: রোজা অবস্থায় নিমের ডাল, জয়তুনের ডাল ইত্যাদি দিয়ে মিসওয়াক করে দাঁত পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হবে না। যদি মিসওয়াকের তিক্ততা গলার ভেতর চলে যায় তারপরও রোজার ক্ষতি হবে না। মিসওয়াক করলে নবীজির (সা.) সুন্নত আদায় হবে। হাদিসে আছে, ‘মিসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং রবের সন্তুষ্টি আনয়নকারী।’ (ইবনে খুজাইমা: ১৩৫; বেহেশতি জেওর: ৩/১৩; মারাকিউল ফালাহ: ২১০)

টুথপেস্ট ব্যবহার: রোজা অবস্থায় ফুকহায়ে কেরাম মিসওয়াক করার অনুমতি দিয়েছেন। যদি মিসওয়াকটা শুকনা ডালের তৈরি হয়। মিসওয়াকের মধ্যে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত বিদ্যমান রয়েছে। ব্রাশে টুথপেস্ট ও টুথপাউডারের বিষয়টি ভিন্ন। এগুলো ব্যবহার করলে মুখে এক ধরনের স্বাদ অনুভব হয়। তাই ব্রাশে টুথপেস্ট ও পাউডারকে মিসওয়াকের সঙ্গে তুলনা করা যাবে না। অসুস্থতা ছাড়া রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা মাকরুহ। অবশ্য ওজরবশত রোজা অবস্থায়ও এগুলো ব্যবহার করা যেতে পারে। (জাদিদ ফিকহি মাসায়েল: ১/১০২)

মাজন ব্যবহার: রোজা অবস্থায় কয়লা বা দাঁতের মাজন দ্বারা দাঁত পরিষ্কার করা মাকরুহ। পরিষ্কার করার সময় কয়লা বা মাজনের কিছু অংশ যদি গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। যেহেতু ভেতরে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ফুকাহায়ে কেরাম এর দ্বারা দাঁত পরিষ্কার মাকরুহ বলেছেন, তাই এটি বর্জন করা পরিহার্য (রদ্দুল মুহতার: ৩/৩৯৫)।

উল্লেখ্য, রমজানে দাঁতের যত্ন রাতে খাওয়ার পর এবং সেহরির সময় করে নেওয়াই ভালো। তখন টুথপেস্ট, ব্রাশ, মাজন ইত্যাদি ব্যবহার করতে কোনো বাধা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১০

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১১

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১২

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৩

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৪

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৫

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৬

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৭

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৮

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৯

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

২০
X