সালমা ফাইয়াজ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

বাংলা একাডেমি প্রতিষ্ঠায় শেরেবাংলার অবদান

বাংলা একাডেমি প্রতিষ্ঠায় শেরেবাংলার অবদান

‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’—এ স্লোগান সামনে রেখে আজ থেকে ২০২৫-এর অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। গত বুধবার বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার শেরেবাংলা ফাউন্ডেশনের পক্ষে প্রতিনিধিত্ব করতে শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু ভাইয়ের সহধর্মিণী ও ফাউন্ডেশনের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য এবং সমাজসেবী, লেখক ও গবেষক সালমা ফাইয়াজ এবং ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলা একাডেমির সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।

১৯৫২-এ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে চলমান মিছিলে ছাত্র-জনতার আত্মবলিদান বাঙালি জাতির ঐতিহাসিক পটপরিবর্তনের সূচনা করে। এরপরই ধর্মভিত্তিক পাকিস্তানি সামরিক আমলাতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর নিগড় থেকে মুক্ত হয়ে বাঙালি তার ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য ও নিজস্ব জাতিসত্তাভিত্তিক একটি সেক্যুলার রাষ্ট্র গঠনের গণতান্ত্রিক সংগ্রামের সূচনা করে। শেরেবাংলা এ কে ফজলুল হক শুরুতেই ছিলেন রাষ্ট্রভাষা বাংলার সপক্ষে স্বাক্ষরদানকারী ও ভাষা আন্দোলন সমর্থনকারী। তিনি তৎকালীন ভাষা আন্দোলনে সক্রিয় সহযোগিতা ও সমর্থন দান করেন। এ সময় বাঙালি জাতির ভাষা ও সাংস্কৃতিক রেনেসাঁ সূচনার জন্য তিনি বাংলা একাডেমির মতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বৃহৎ আকারে বাঙালির ভাষা এবং সাংস্কৃতিক গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তুলতে সর্বপ্রথম আহ্বান জানান, যা তৎকালীন পত্র-পত্রিকায় তার বিভিন্ন সাক্ষাৎকারে এবং বক্তব্য আকারে প্রকাশিত হয়।

তিনি এ লক্ষ্যে ১৯৫৪ সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনের নির্বাচনী ওয়াদা হিসেবে ইশতেহারে যুক্ত করেন। নির্বাচন উপলক্ষে এ কে ফজলুল হক, মওলানা ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত হয় রাজনৈতিক মোর্চা ‘যুক্তফ্রন্ট’। যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচন ইশতেহারের ১৬ নম্বর ধারায় বলা হয়—বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, উন্নয়ন, প্রচার ও প্রসারের জন্য একটি গবেষণাগার প্রতিষ্ঠার কথা। ওই নির্বাচনে সাম্প্রদায়িক সরকারি দল মুসলিম লীগকে ভূমিধস বিজয়ে পরাজিত করে যুক্তফ্রন্ট। গঠন করা হয় যুক্তফ্রন্ট সরকার। এ সরকার ও বাংলা একাডেমির প্রতিষ্ঠা তাই একই ইতিহাসের ওতপ্রোত অংশ।

শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হলে তার নির্দেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী সৈয়দ আজিজুল হক নান্না মিয়া বাংলা একাডেমি প্রতিষ্ঠায় উদ্যোগ নেন এবং বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা ও সৎকৃতির জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে পরবর্তীকালে বাংলা একাডেমির গোড়াপত্তন করেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার পতন হলে পরবর্তী সরকারের আমলে ১৯৫৫ সালে শেরেবাংলা পূর্ব পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায়।

অত্যন্ত পরিতাপের বিষয়, ব্যক্তি-পরিবারতন্ত্রের বন্দনায় বাংলা একাডেমি প্রতিষ্ঠায় শেরেবাংলার অবদান শুধু মুছেই ফেলা হয়নি; তার ঐতিহাসিক পটভূমিতে ডকুমেন্টারি ছবি ও কাগজপত্র সব সরিয়ে সাফসুতোর করা হয়েছে। শেরেবাংলা ফাউন্ডেশন এবং বিপ্লবী ছাত্র-জনতার পক্ষে আমরা শেরেবাংলার সব ডকুমেন্টারি ছবি ও কাগজপত্র পুনঃস্থাপনের দাবি জানাই।

লেখক: প্রাবন্ধিক ও সমাজকর্মী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন অবমাননাকারীকে আইনের আওতায় আনতে হবে : মাওলানা রাব্বানী

নির্ধারিত সময়ে গাজায় পৌঁছাতে পারেননি শহিদুল আলম, জানালেন সর্বশেষ পরিস্থিতি 

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে : পরিবেশ উপদেষ্টা

মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

মুখের ব্রণ চেপে ফাটাচ্ছেন? হতে পারে যে ভয়াবহ রোগ

ওয়াশিংটন পোস্টের জরিপ / গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় অধিকাংশ মার্কিন ইহুদি

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন, ভেসে উঠল দুজনের নিথর দেহ

১০

ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ২২০ টন জব্দ

১১

কখন এবং কতটা শক্তিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’?

১২

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১৩

মতবিনিময় সভায় বক্তারা / মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

১৪

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

১৬

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

১৭

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

১৮

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

১৯

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

২০
X