কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

প্রেরণা ও অঙ্গীকারের দিন

প্রেরণা ও অঙ্গীকারের দিন

আজ ঐতিহাসিক ২৪ জানুয়ারি। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে ইতিহাসের একটি অবিস্মরণীয় দিন। ঊনসত্তরের ১৭ থেকে ২৪ জানুয়ারি এক সপ্তাহ ছিল পাকিস্তানের সামরিক স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে নির্যাতিত জনগণের চরম বোঝাপড়ার সময়। একদিকে চরম গণবিরোধী শক্তিগুলো তথা সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও একচেটিয়া পুঁজির প্রতিভূ স্বৈরাচারী আইয়ুব সরকার; অন্যদিকে ছাত্র, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তসহ সমগ্র জনতা। এক সপ্তাহ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরশাসক আইয়ুব খানের ভাগ্য চূড়ান্তরূপে নির্ধারিত হয়ে যায়। মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে ওঠে, যার পরিণতি ঊনসত্তরের গণঅভ্যুত্থান।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি কারফিউ ভেঙে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ নিহত হন। ২৪ জানুয়ারি ঢাকায় আবার মিছিল হয়। এদিন পুলিশ গুলি করলে মতিউর রহমান মল্লিক নিহত হন। তার মৃত্যুর দিনটি দেশে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়। ঊনসত্তরের ২১ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধিতায় নতুন মাত্রা যোগ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় ‘ভাষাভিত্তিক জাতীয়তার সংগ্রাম’ চালিয়ে যাওয়ার পক্ষে দৃঢ় অভিমত ব্যক্ত করা হয়। গণঅভ্যুত্থানের প্রবল চাপে আইয়ুব খান ঘোষণা করেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। একই দিন আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তরা এবং নিরাপত্তা আইনে আটক ৩৪ জন নেতা মুক্তি পান। গণতন্ত্রের দাবিতে স্বৈরশাসনবিরোধী এ সংগ্রামে গ্রামগঞ্জের খেটেখাওয়া মানুষ তখন শুধু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারণ করেই থেমে থাকেনি; বরং নিজ নিজ ক্ষমতা বলয়ে অধিষ্ঠিত শোষকশ্রেণি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধেও সোচ্চার হয়ে ওঠে। অবস্থা এমন দাঁড়ায় যে, বহু স্থানে কৃষকরা ছাত্রদের সহযোগিতায় বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বহু স্থানে ছাত্ররা কৃষকদের সহযোগিতায় নায়েব, তহশিলদার, পুলিশ, দারোগা, সার্কেল অফিসারদের বিচার করে গলায় জুতার মালা পরিয়ে ঘুরিয়েছেন। এ ছাড়া শহরাঞ্চলে ক্ষমতা অপব্যবহারকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভের বহিঃপ্রকাশ শারীরিক আক্রমণ, নথিপত্রাদি তছনছ এবং অফিসে অগ্নিসংযোগের মাধ্যমে ঘটে। হাজার হাজার শ্রমিক তাদের ন্যূনতম অধিকার আদায়ের লক্ষ্যে ঘেরাও আন্দোলনকে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। গণঅভ্যুত্থানের জোয়ারের মুখে টিকতে না পেরে শেষাবধি ২৫ মার্চ পাকিস্তানের ‘লৌহমানব’ প্রেসিডেন্ট আইয়ুব খান সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। সারা দেশে নতুন করে জারি হয় সামরিক শাসন। তবে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনগণের প্রতিনিধি নির্বাচন এবং অচিরেই দেশে পার্লামেন্টারি ব্যবস্থা চালু করার দাবি স্বীকৃত হয়। এ ছাড়া গ্রাম ও শহরাঞ্চলে শ্রেণি চেতনার উন্মেষ হয়। পাশাপাশি পূর্ব বাংলার জনগণের মধ্যে আলাদা রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, যার সর্বশেষ পরিণতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের শ্রেষ্ঠ অর্জন ১৬ ডিসেম্বরের বিজয়।

স্বাধীন বাংলাদেশ এরই মধ্যে পার করেছে তার পথচলার অর্ধশতাধিক বছর। পরাধীন অবস্থায় যে স্বপ্নপূরণ এবং যে বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে ১৯৫২, ৬২, ৬৬, ৬৯, ৭১, ৯০ এবং সবশেষ ২৪-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী দানবের বিরুদ্ধে দেশের মানুষ এক কাতারে দাঁড়িয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু সেসব স্বপ্ন কি পূরণ হয়েছে? কাঙ্ক্ষিত মাত্রায় কি কমেছে বৈষম্য? প্রশ্ন রয়ে গেছে। তবে আমরা আশা রাখতে চাই, সে স্বপ্নপূরণের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। তার চিরন্তন প্রেরণা ও অঙ্গীকার হয়ে থাকবে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দিনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

অক্সফোর্ডের গবেষণা / তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

সাদ্দামের মায়ের প্রশ্ন, ‘এই জামিন দিয়ে কী হবে’

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

১০

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

১১

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

১২

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

১৩

দাম বৃদ্ধির পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৪

এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি

১৫

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

১৬

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

১৭

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

১৮

নির্বাচনে কতদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা 

১৯

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

২০
X