স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানের সম্ভাব্য বর্জনের ইঙ্গিত নিয়ে এবার প্রকাশ্যে সমালোচনায় মুখ খুললেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। একটি সরাসরি টেলিভিশন আলোচনায় তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই অবস্থানকে আবেগনির্ভর সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

আকরামের মতে, অন্য দেশের রাজনৈতিক বা নিরাপত্তাজনিত ইস্যুকে কেন্দ্র করে বিশ্বকাপ বর্জনের মতো বড় সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের স্বার্থের পরিপন্থি হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে দেশের ক্রিকেটকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে।

পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এ যাবৎকালে কী করেছে? আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকে নজর দেওয়া। খেলার ওপর মনোযোগ দাও এবং বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’

বিশ্লেষকদের মতে, আকরাম মূলত পাকিস্তান ক্রিকেটের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন। তার অবস্থান হলো—পাকিস্তানের উচিত বাইরের ইস্যুতে জড়িয়ে না পড়ে নিজেদের প্রস্তুতি, পারফরম্যান্স ও বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই মনোযোগী থাকা।

বাংলাদেশের বাদ পড়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সিদ্ধান্তকে অন্যায্য বলে মন্তব্য করেন এবং সংহতি জানিয়ে বিশ্বকাপ বর্জনের সম্ভাবনার কথা জানান। দল ঘোষণা করা হলেও পাকিস্তানের অংশগ্রহণ এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকও করেছেন। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার অথবা সোমবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্ত ঘিরেই দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যার প্রভাব এখন পাকিস্তানের অবস্থানেও পড়েছে।

এই প্রেক্ষাপটে ওয়াসিম আকরামের মন্তব্য পাকিস্তান ক্রিকেট মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তার বক্তব্য বোর্ডের আবেগপ্রবণ অবস্থানের বিপরীতে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

১০

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

১১

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

১২

আবু সাঈদ হত্যাকাণ্ড / চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

১৪

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

১৫

গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

১৬

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

১৭

বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় যা বললেন ডি ভিলিয়ার্স

১৮

জেএসডির ৬৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৯

পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

২০
X