মেজর (অব.) ড. নাসির উদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ার ক্রিস্টাল মসজিদ

মালয়েশিয়ার ক্রিস্টাল মসজিদ

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি সমৃদ্ধশালী দেশ মালয়েশিয়া। এ দেশের প্রায় ৩ কোটি ৪৬ লাখ মানুষের মধ্যে ৬৪ শতাংশই মুসলমান। ১৩টি রাজ্য ও ৩টি ফেডারেল টেরিটরি (অঞ্চল) নিয়ে গঠিত মালয়েশিয়ার উত্তর-পূর্ব প্রান্তে দক্ষিণ চীন সাগরের কোলজুড়ে গড়ে ওঠা রাজ্যের নাম তেরেঙ্গা। এ রাজ্যের রাজধানী কোয়ালা তেরেঙ্গার ওয়ানমান এলাকায় মুসলমান সম্প্রদায়ের এবাদতের জন্য ২০০৮ সালে নির্মিত হয়েছে ক্রিস্টাল মস্ক বা ক্রিস্টাল মসজিদ।

স্থানীয় ইসলামিক হেরিটেজ পার্কে এ মসজিদের নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালে। সন্ডারসন ডিজাইন গ্রুপ এবং এ এইচ এস আর্কিটেক্টসের পরিকল্পনা ও ডিজাইনে ২১৪৬ বর্গমিটার এলাকার ওপর মূলত স্টিল, কাচ ও স্বচ্ছ ক্রিস্টাল ব্যবহার করে নির্মিত হয়েছে এই অপূর্ব ও দর্শনীয় মসজিদ।

বাইরের নির্মাণশৈলী এ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য। এই বাইরের অংশ নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে কাচ ও স্টিলের আবরণ। দিনের বেলা সূর্যের রশ্মি আর সন্ধ্যা ও রাতের রঙিন আলোর আভায় কাচ ও স্টিলের আবরণ নানা বর্ণের আলোর বিচ্ছুরণ ঘটায়, যা একটি ক্রিস্টালের স্বভাবজাত ধর্ম। অপূর্ব এ বৈশিষ্ট্যের কারণেই মসজিদটিকে ক্রিস্টাল মসজিদ বলা হয়।

একটি বড় গম্বুজ, চারটি মিনার আর আটটি ছোট ছোট গম্বুজে শোভিত মসজিদে অটোমান স্থাপত্যশৈলীর সন্ধান মেলে। ভেতর থেকে স্টিলের ফ্রেম দেখা গেলেও বাইরের অংশে শুধু আড়াআড়িভাবে লাগানো উজ্জ্বল কাচ ও স্টিলের আচ্ছাদন দেখা যায়। আর মসজিদের ভেতরে সাদা ও সোনালি বর্ণের কারুকার্যময় প্লেট ও অন্যান্য নকশা মসজিদের সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। তদুপরি মসজিদের মেঝেতে বিছানো অসংখ্য ফুল আঁকা নরম ও মোলায়েম কার্পেট এবাদতকারীদের মনে প্রশান্তি জোগায়।

মূল মসজিদে কেবলার দিক ছাড়া বাকি তিন দিকে আলোকোজ্জ্বল কাচের দেয়ালে খোদিত আছে ইসলামিক ক্যালিগ্রাফি। মসজিদের ভিত নির্মিত হয়েছে একটি নদীর ওপর। মূল মসজিদে একসঙ্গে সাত শতাধিক মুসলমান নামাজ আদায় করতে পারেন। মহিলাদের জন্য পৃথকভাবে অজু ও নামাজের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন উৎসবে একসঙ্গে ১ হাজার ৫০০ মুসল্লি মসজিদ ও আশপাশ এলাকায় নামাজ আদায় করেন।

ক্রিস্টাল মসজিদকে ইন্টেলিজেন্ট মসজিদও বলা হয়। কারণ তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হয়েছে মসজিদ নির্মাণ ও ব্যবস্থাপনার নানা ক্ষেত্রে। ওয়াইফাই ও ইলেকট্রনিক পদ্ধতিতে পবিত্র কোরআন পাঠসহ নানা সুবিধার কারণে আধুনিক ও তরুণ সমাজের প্রিয় ইবাদতের স্থান এই ক্রিস্টাল মসজিদ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেক পর্যটক একটি অসাধারণ এবাদতখানা দেখার প্রত্যাশা নিয়ে এই এলাকায় তথা এ মসজিদে আসেন।

লেখক: অবসরপ্রাপ্ত মেজর, গবেষক,

বিশ্লেষক ও কলামিস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

১০

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১১

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১২

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

১৩

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

১৪

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী

১৫

ধর্ম অবমাননার অজুহাত তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা জঘন্যতম কাজ : ধর্ম উপদেষ্টা

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে’ অনুষ্ঠিত

১৭

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৪৩ জন, জমা দেননি ৮৮ জন

১৮

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

১৯

মাত্র ১ মিনিট দেরির কারণে মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থী!

২০
X