আবুল মাল আবদুল মুহিত প্রখ্যাত বাঙালি রাজনীতিক, সাবেক অর্থমন্ত্রী, ভাষাসংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ, লেখক ও গবেষক। তিনি ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেট শহরের ধোপাদীঘির পাড়ে জন্মগ্রহণ করেন। বাবা অ্যাডভোকেট আবু আহমদ আবদুল হাফিজ ছিলেন তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা। মা সৈয়দা শাহার বানু চৌধুরী ছিলেন সিলেট মহিলা মুসলিম লীগের সহসভানেত্রী। মুহিত ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। সক্রিয় ছিলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেওয়ার পর থেকে তিনি বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে মুহিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরুর পর তিনি পাকিস্তান সরকারের চাকরি ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং পাকিস্তানের জেনোসাইডের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুহিত সিলেট-১ আসন থেকে ২০০৯ ও ’১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন। জাতীয় সংসদে সর্বোচ্চ ১২ বার বাজেট দেওয়া এ অর্থমন্ত্রী ২০১৮ সালে রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ২০২২ সালের ৩০ এপ্রিল বরেণ্য এ ব্যক্তিত্ব মারা যান।