গত সপ্তাহে ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানায়, ভারতের কোচ হতে আগ্রহী স্পেন কিংবদন্তি জাভি হার্নান্দেজ। এর পরদিনই আবার খবর বের হয় পেপ গার্দিওলাও নাকি আবেদন পাঠিয়েছেন ইমেইলে। কোচ হতে আগ্রহী জমা পড়া ১৭০ জনের আবেদনে তাদের নাম আছে বলে নিশ্চিত করে এআইএফএফ। তবে পরে বিস্তারিত যাচাই করতে গিয়ে গার্দিওলা ও জাভির আবেদনের সত্যতা পাওয়া যায়নি বলে জানায় এআইএফএফ। কোচ হতে আগ্রহী স্প্যানিশ দুই কোচের আবেদনপত্র ‘ভুয়া’ বলে চিহ্নিত করেছে ভারতের ফুটবল ফেডারেশন। সম্প্রতি মানেলো মার্কুয়েজ ভারতের কোচের দায়িত্ব ছাড়ার পর সেই পদ শূন্যই আছে। জাভি গত বছর বার্সেলোনা ছাড়ার পর থেকে কাজের বাইরে। আর গার্দিওলা ৯ বছর ধরে ম্যানচেস্টার সিটির কোচ। এত উঁচু পর্যায়ের কোচ ভারতে কাজ করার আগ্রহ দেখানোর খবরে অনেকেই বিস্মিত হন। জাভির হাতে যেহেতু কোনো কাজ ছিল না তাই অনেকে এই খবরকে সত্য মনে করলেও গার্দিওলার ব্যাপারে সন্দিহান ছিলেন। তিনি সিটির চাকরি ছেড়ে কোনো জাতীয় দলের কোচ হতে পারেন—এমন কোনো গুঞ্জনও শোনা যায়নি। তাই গার্দিওলার ভারতের কোচ হতে চাওয়ার বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে এআইএফএফ। পরে এআইএফএফ সত্যতা নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে জানায়, ‘এআইএফএফ স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের আবেদনপত্রসহ একটি ইমেইল পেয়েছিল। তবে তাদের আবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি। পরবর্তী সময়ে জানা গেছে যে, ইমেইলের আবেদনগুলো আসল ছিল না।’ আবেদন পড়া ১৭০ জনের মধ্যে টেকনিক্যাল কমিটি ১০ জনকে বাছাই করে। এর মধ্য থেকে তিনজনকে চূড়ান্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে কাদের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে সেটা জানায়নি এআইএফএফ।
মন্তব্য করুন