ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

হতাশার সিরিজে চিন্তা ‘কামব্যাক’

হতাশার সিরিজে চিন্তা ‘কামব্যাক’

পুরস্কার বিতরণী শেষে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক লিটন দাস। চোখেমুখে অস্বস্তির চাপ স্পষ্ট। ঘরের মাঠে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে তার দল। পরপর চার সিরিজ জেতা দলের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে লিটন তার সতীর্থদের ওপর আস্থার কথা বলে গেছেন। এত এত ব্যর্থতার পরও অধিনায়কের বিশ্বাস, খুব দ্রুতই ছন্দে ফিরবে তার দল। কদিন পরই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন তারা—সেখানেই হয়তো লিটনের আস্থার প্রতিদান দেবেন স্কোয়াডের খেলোয়াড়রা। একটা সিরিজ পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন লিটনরা। উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এমন পারফরম্যান্স দলের দুর্বলতাগুলোকে আরও স্পষ্ট করে তুলল। সিরিজের শুরুতেই এমন কিছু দেখতে চেয়েছিলেন লিটন। তবে সেক্ষেত্রে ব্যাটারদের চেয়ে বোলারদের বেশি চ্যালেঞ্জ নেওয়ার কথা বলেছিলেন তিনি। সিরিজে যদিও হলো উল্টো। ঠিকই চাপে পড়েছিল তার দলের ব্যাটাররা। সেটা থেকে মুক্তির পথ খুঁজে বের করতে পারেননি তাওহীদ হৃদয়, জাকের আলিরা। লিটনের ভাষ্য মতে এখানেই যত দুশ্চিন্তা, ‘দেখেন, এমন না যে আপনি শুধু এখানে (চট্টগ্রাম) চাপে থাকবেন। চাপে তো সব জায়গায় পড়তে হয়। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে—আমরা যে জিনিসটা চেয়েছিলাম, চাপ থেকে ম্যাচে ফেরা, ওই জিনিসটা পারিনি। চাপে তো আমরা পড়েছি তিনটা ম্যাচেই। কিন্তু আমরা ফিরে আসতে পারিনি। এটা একটা চিন্তার জায়গা যে, আমরা কীভাবে ওখান (চাপ) থেকে ফিরে আসব।’

লিটন যে চাপ চেয়েছিলেন, সেটা তার দলই ভুগেছে, প্রতিপক্ষ নয়। প্রথম দুই ম্যাচে যেমন পরের ব্যাটিং করা বাংলাদেশ শেষ পর্যন্ত খেলা টেনে নিয়ে হেরেছিল। উইন্ডিজ শেষ ম্যাচে তা করেনি। চাপ আসার আগেই ম্যাচ জিতে নেয় তারা। লিটন নিজেদের ওপর চাপের কথাটা মেনে নিলেন এভাবে, ‘আমি আগেও বলেছিলাম যে, আমি চাই যে এখান থেকে একটা কঠিন চাপ আসুক। আমার মনে হয়, তারা আমাদের সব জায়গা থেকে সেই চাপ দিয়েছে। তারা ভালো বোলিং করেছে। আমাদের ব্যাটিংও খুব ভালো হয়নি। তবে অবশ্যই, আপনি তো খারাপ সিরিজ ধরে রেখে চলবেন না।’

বেশ কয়েকটি সিরিজে ব্যাটিং দুশ্চিন্তা হয়ে দাঁড়াচ্ছে। সিরিজ জিতলেও সেটা দলগত পারফরম্যান্স খুব কমই ছিল। বিশ্বকাপের আগে আরও ভয় দেখাচ্ছে মিডল অর্ডার। সব মিলিয়ে শঙ্কা দেখেন কি না প্রশ্নে লিটন বলেন, ‘চিন্তা করার বিষয় না, এখানকার খেলোয়াড়রা প্রমাণিত। তারা জাতীয় দলে অনেক দিন ধরে খেলে আসছে। কিছু কিছু সময় একটা সিরিজ আমাদের বাজে যেতে পারে। তবে যেই খেলোয়াড়গুলো খেলেছে, সবাই প্রমাণিত। দু-একজন ভালো করে সবসময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু

স্মিথকে নিয়ে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

পাকিস্তান কি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে?

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ক্যারিয়ারে প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

নেপালে এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক

রেস্টুরেন্ট স্বাদের অরেঞ্জ চিকেন রেসিপি এখন আপনার রান্নাঘরেই

১০

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে শফিক তুহিনের গান ‘মানবতার জয় হোক’

১১

বাংলাদেশের পরবর্তী সিরিজ কবে কখন, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

১২

হঠাৎ বন্ধ ছিল মেট্রোরেল, জানা গেল কারণ

১৩

ধানের চেয়ে খড়ের ‘দাম বেশি’

১৪

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

১৫

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৬

৫ সহজ উপায়ে ইগো কমান

১৭

নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, কী করবেন পরামর্শ চাইলেন

১৮

আজ বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা কত পাবে, যা জানা গেল

১৯

‘কিং’ এর টাইটেল প্রকাশ, জন্মদিনে চমক দিলেন শাহরুখ খান

২০
X