স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ভাগ্য প্রায় লেখা হয়েছিল। বসুন্ধরা কিংসের সঙ্গে ড্র করে চট্টগ্রাম আবাহনীর শেষ আটে যাওয়ার মাধ্যমে শেষ হলো আনুষ্ঠানিকতা। একই সঙ্গে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপও।
গতকাল করা গোলশূন্য ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে গেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দুই ম্যাচে দলটির সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে গেছে চট্টগ্রাম আবাহনী। আগামীকাল দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে; আরেক ম্যাচে আবাহনী লিমিটেড খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। পরদিন মোহামেডান খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। আরেক কোয়ার্টার ফাইনালে গোলাম রাব্বানী ছোটনের সেনাবাহিনী দলের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস।