পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার পরপর শান মাসুদের কেন্দ্রীয় চুক্তি ‘ডি’ গ্রেড থেকে ‘বি’-এ উন্নীত হয়েছে। কিন্তু দেশটির ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য বিস্ময়কর ঘোষণা হয়ে এসেছে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে সালমান বাটের নিয়োগ।
স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ সালমান বাট কারাভোগও করেছেন। সাবেক এ ক্রিকেটারকে নির্বাচক করায় বিস্মিত দেশটির ক্রিকেট সংশ্লিষ্টরা। সালমান বাটের সঙ্গে কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমকেও প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে তিনজনের নিয়োগ এখন থেকেই কার্যকর হবে। তাদের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ।’ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা কিউইরা পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে। সিরিজের দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে তিনজনকে। সে সঙ্গে স্কিল ক্যাম্প পরিচালনার বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে তাদের।