

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিস্থলে বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গুলশান-২-এর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বেলা ১১টায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের ওপর আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সংগ্রামের ওপর ‘নাগরিক শোক সভা’ অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি
বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে দলটির অবস্থান নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জাতীয় ছাত্রশক্তির কর্মসূচি
বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণভোটের গুরুত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলনের দাবি এবং জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরা হবে।
মন্তব্য করুন