ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

ঘরোয়া ক্রিকেটকে দুষলেন মুমিনুল

ঘরোয়া ক্রিকেটকে দুষলেন মুমিনুল

টানা পাঁচ ইনিংসে ব্যর্থতার পর অবশেষে দুইশ পেরিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬৮ রান। এখনো শ্রীলঙ্কার চেয়ে ২৪৩ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টের মতোই বড় হারের শঙ্কায় তারা। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটেও ব্যাটিং ব্যর্থতায় তারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও টপঅর্ডারে রান পায়নি স্বাগতিকরা। ইনিংসে একমাত্র ফিফটি বলতে অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের ৫০। ব্যাটিং ব্যর্থতার জন্য এবার ঘরোয়া ক্রিকেটকে দুষলেন মুমিনুল। সংবাদ সম্মেলনে মুমিনুল আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুললেন।

প্রথম ইনিংসে মাত্র ১৭৮ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ছিল ব্যাটিং ব্যর্থতা। এমন হচ্ছে কেন? মুমিনুল বলেছেন, ‘আমরা ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছি। এটার কোনো অজুহাত নেই। আসলে আমরা দল হিসেবে খুব বাজে ব্যাটিং করছি।’ এমন ব্যর্থতার জন্য অনেক দিন পরপর লাল বলে খেলাকে একটা কারণ হিসেবে দেখছেন তিনি। তবে এটাকে অজুহাত বলছেন না মুমিনুল। কেননা, তিনি ছাড়া অন্যদেরই এ সমস্যা হচ্ছে। এর একটা কারণ লাল বলের চেয়ে সাদা বলে বেশি মনোযোগী। টেস্ট দলের বেশিরভাগ ব্যাটারই প্রথম শ্রেণিতে খুব একটা খেলেন না। নেতিবাচক শোনালেও ব্যর্থতার জন্য এটাকে কারণ দেখছেন তিনি।

সাদা বলের ব্যস্ততার জন্য লাল বলের ঘরোয়া টুর্নামেন্টগুলো ঠিকমতো খেলার সুযোগ হয় না নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের। সর্বশেষ জাতীয় লিগে মোটে সেঞ্চুরি হয়েছিল ১৯টি। এর মধ্যে টেস্ট স্কোয়াডে থাকা মাত্র দুজন করেছিলেন একটি করে সেঞ্চুরি—মুমিনুল ও জাকির হাসান। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে দুই ফিফটিও এসেছে তাদের সৌজন্যে। ঘরোয়া ক্রিকেটের মানই লাল বলে পিছিয়ে দিচ্ছে বাংলাদেশকে! মুমিনুলের কথায় সেরকমটাই প্রকাশ পেয়েছে, ‘আমাদের প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেটের কতটুকু মান? একই পর্যায় আছে কি না! আমি চর্চার ভেতরে থাকি আমার আর একজন জুনিয়র খেলোয়াড়ের ভেতর অনেক তফাত আছে। আমি আজকেসহ (গতকাল) ৬১টা টেস্ট ম্যাচ খেলছি। আমি পরিস্থিতি বুঝি, কীভাবে সামাল দিতে হয়। কোনো সময় পারি আবার কোনো সময় পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে, সত্য কথা শুনতেও খারাপ লাগবে; আমাদের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলা অনেক ভিন্ন।’ অর্থাৎ মুমিনুলই বিশ্বাস করেন দুই জায়গার ক্রিকেটের মানের তফাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ বছরেও নির্মাণ শেষ হয়নি সেতু

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

সিলেটের সাদা পাথর কাণ্ডে ১০ সুপারিশ

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

১০

বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে বিতর্ক

১১

উদ্বেগ জানালেন আজহারি

১২

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

১৩

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

১৪

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

১৫

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

১৬

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

১৭

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

১৮

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৯

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

২০
X