রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পদ হারালেন ছাত্রশক্তি নেতা 

নাহিদ হাসান খন্দকার। ছবি : সংগৃহীত
নাহিদ হাসান খন্দকার। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির কিছু নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ছাত্রশক্তির মহানগর কমিটির সংগঠক নাহিদ হাসান খন্দকারকে বহিষ্কার করা হয়। তবে তিনি একই সময়ে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংগঠনের সব পদ থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।

এর আগে, গত ১৩ জানুয়ারি নেতাদের বিরুদ্ধে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ তুলে নাহিদ হাসান খন্দকার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শুনলাম বৈষম্য এবং ছাত্রশক্তির পদধারী কিছু ব্যক্তি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং কিছুদিন আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও বিভিন্নভাবে প্রশ্নের উত্তর সাপ্লাই করছেন বড় টাকার বিনিময়ে।’

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, নাহিদ হাসান খন্দকার প্রশ্নফাঁসের ঘটনায় জাতীয় ছাত্রশক্তিকে জড়িয়ে ভিত্তিহীন, বানানো ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উপস্থাপন করেছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অসত্য, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। কোনো ধরনের সাংগঠনিক যাচাই-বাছাই কিংবা প্রমাণ ছাড়া এমন বক্তব্য প্রদান দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং জাতীয় ছাত্রশক্তির নীতি ও আদর্শের সুস্পষ্ট লঙ্ঘন।

তবে নাহিদ হাসান দাবি করেছেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় তাদের এক কর্মীর মাধ্যমে তিনি একটি ভিডিও ক্লিপ পান। ওই ভিডিওতে ছাত্রশক্তির জেলা কমিটির এক নেতা প্রশ্নপত্র সরবরাহের প্রস্তাব দিতে দেখা যায়।

নাহিদ অভিযোগ করে বলেন, ভিডিও ক্লিপটি পাওয়ার পর যিনি তাকে ভিডিওটি দিয়েছিলেন, তাকে দুই নেতা তুলে নিয়ে গিয়ে বিভিন্নভাবে হুমকি দেন।

তার দাবি, ছাত্রদল বা শিবিরকে জড়িয়ে অভিযোগ তুললে তাকে কিছু বলা হতো না। কিন্তু নিজেদের বিরুদ্ধে সত্য কথা বলার কারণেই তাকে ‘মাইনাস’ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রশক্তির কয়েকজন নেতাসহ অনেক মাস্টারমাইন্ড জড়িত রয়েছে। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্টস তার কাছে রয়েছে বলেও জানান তিনি।

তবে জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পর তার কাছে প্রমাণ চাওয়া হয়। তিনি যেসব প্রমাণ উপস্থাপন করেছেন, সেগুলো যাচাই-বাছাই করে দেখা গেছে ছাত্রশক্তির কোনো নেতাকর্মী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত নন। পরে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের সঙ্গে পরামর্শ করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

জুলাই সনদে সমর্থন চাচ্ছি, যাতে দেশটা বদলে যায় : উপদেষ্টা আদিলুর

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আজ থেকে প্রবাসীদের পোস্টাল ভোট দেওয়া শুরু

প্রবাসীদের ভোটদান শুরু বিকেল ৫টা থেকে

নায়ক জাভেদ আর নেই

ট্রাম্পের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের আলোচনায় ইংল্যান্ড-স্কটল্যান্ড

কবে কমবে তাপমাত্রা জানাল আবহাওয়া অফিস

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

১০

১৯ দিনে রেমিট্যান্স ২৫ হাজার ৯০০ কোটি টাকা

১১

পিএসএল ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি তারকা

১২

চার নায়কের মাঝে শাবনূর

১৩

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

১৪

দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

১৫

‘ভেতরের সিদ্ধান্ত জানি না, তবে বিশ্বকাপে খেলতে চাই’

১৬

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পদ হারালেন ছাত্রশক্তি নেতা 

১৭

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

১৮

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

১৯

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

২০
X