কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

ড্যাব থাকবে, স্বাচিপও থাকবে কাউকে নিষিদ্ধ করা যাবে না

ড্যাবের সংবাদ সম্মেলন
ড্যাব থাকবে, স্বাচিপও থাকবে কাউকে নিষিদ্ধ করা যাবে না

ছাত্ররাজনীতি থাকবে, ড্যাব থাকবে, স্বাচিপও থাকবে। বিভিন্ন সমাজে নানা স্টেকহোল্ডার থাকবে। তা না হলে তো আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দল ব্যান (নিষিদ্ধ) করে দিতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ। তিনি বলেন, খারাপ দিকগুলো পরিহার করব, সংশোধন করব। কিন্তু সবকিছু বন্ধ করে দিলে তো স্বৈরাচার ফিরে আসবে। সেটা হতে দেওয়া যাবে না। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন অধ্যাপক হারুন।

সে সময় স্বাস্থ্য অধিদপ্তরে ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. রোবেদ আমীনকে ‘ফ্যাসিবাদের দোসর’ অভিহিত করে তার নিয়োগ বাতিলসহ সাত দফা দাবি জানানো হয়। পাশাপাশি দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চান ড্যাব নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বলেন, আশা করেছিলাম, মহাপরিচালক হিসেবে যোগ্য ব্যক্তির পদায়ন হবে, যিনি স্বৈরাচারের দোসর ছিলেন না। কিন্তু নতুন পদায়িত ডা. রোবেদ আমীন শেখ হাসিনা সরকারের সব দুর্নীতি সিন্ডিকেটের সক্রিয় সদস্য। গত ৩ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের বিরোধিতা করে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করে ফ্যাসিবাদের দোসর চিকিসকরা। যার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত এ ভারপ্রাপ্ত মহাপরিচালক। ছাত্রজনতার আন্দোলনের চেতনাবিরোধী, উচ্চাভিলাষী ও পদলোভী এ চিকিৎসককে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজ মেনে নিতে পারছেন না। অনতিবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে। সংবাদ সম্মেলনে ডা. রোবেদ আমীন এবং পরিচালক (প্রশাসন) ডা. শেখ ফজলে রাব্বির বিভিন্ন অনিয়ম-দুর্নীতি-অর্থ আত্মসাতের তথ্য প্রমাণ তুলে ধরা হয়।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল, ছাত্র-জনতার আত্মত্যাগে যে সরকারটি এসেছে, তারা দেশের জনগণের স্বার্থে কাজ করবে। সেজন্য অভিনন্দন জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। অন্যান্য খাতে সংস্কার শুরু হলেও স্বাস্থ্য খাতে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া লক্ষ্য করছি।

স্বাস্থ্য উপদেষ্টার পরিবর্তন চান কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ১৮ বছরের সংগ্রাম এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল। এ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। তাদের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা। তাদের পতন মানে সবার পতন। কাজেই উপদেষ্টার পদত্যাগ চাই না। একটা কথা পরিষ্কার, যদি সরকারের কোনো অংশ স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চালায় আমরা তার বিরুদ্ধে।

সাত দফা দাবি: ডা. রোবেদ আমীনসহ সুবিধাপ্রাপ্ত ফ্যাসিবাদের দোসরদের যেসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নিয়োগ বাতিল; আহত ছাত্র-জনতাকে চিকিৎসাসেবা দিতে যারা অস্বীকার করেছে, তাদের তালিকা প্রণয়ন ও বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিল, শান্তি সমাবেশে যোগদানকারী চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহতি দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ; বৈষম্যের শিকার চিকিৎসক-কর্মচারীদের ভূতাপেক্ষভাবে পদোন্নতি এবং পদোন্নতিযোগ্যদের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানো; দীর্ঘ ১৬ বছরে স্বাস্থ্য খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং দোষীদের বিচারের; মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, নার্সিং কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৈষম্যের শিকার চিকিৎসকদের পদায়নের ব্যবস্থা; প্রতিবাদকারী চিকিৎসকদের হয়রানিমূলক বদলি আদেশ অবিলম্বে বাতিল এবং ভবিষ্যতেও এটি না করা এবং স্বাস্থ্য খাতের মানোন্নয়নে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ প্যানেল কমিটি দ্রুত বাতিল করে আন্দোলনে সম্পৃক্ত চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠন করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড্যাব সভাপতি জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় ডা. সজীব সরকার নামে এক চিকিৎসক রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত এবং বহু চিকিৎসক নিগৃহীত ও গ্রেপ্তার হন। আন্দোলনের সময় মোট আট চিকিৎসক এবং সাত-আটজন স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার হওয়ার তথ্য আছে। এর মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার অন্যতম। তাকে রিমান্ডেও নেওয়া হয়। অবশ্য পরে তিনি মুক্তি পান। এ ছাড়া ছিলেন ডা. রফিকুল ইসলাম, ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ, ডা. জাহেদুল কবির জাহিদসহ অনেকে। কাজেই আন্দোলনে চিকিৎসকদের অবদান কোনো অংশে কম নয়।

সংবাদ সম্মেলনে ড্যাবের কেন্দ্রীয় নেতা এমএ সেলিম, ডা. সিরাজুল ইসলাম, মোস্তাক রহিম স্বপন, ডা. মো. মেহেদী হাসান, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকন, ডা. আবদুল কেনান, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, আদনান হাসান মাসুদ, দপ্তর সম্পাদক এরফান আহমেদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’, ক্ষোভ ট্রাম্পের

যমুনার তীরে নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার নৌকা

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন মির্জা ফখরুল

স্মৃতি হারাচ্ছেন খ্যাতনামা অ্যাকশন তারকা ব্রুস

‘র’-এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা

উল্টোপথের ট্রাকের চাপায় স্বপ্ন হারালেন মতিন-হাফিজ

চট্টগ্রামের দুই বর্জ্যকেন্দ্র হবে আধুনিক ল্যান্ডফিল : চসিক মেয়র

পরমাণু শক্তি কমিশনে ১৮২ পদে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

১০

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

১১

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

১২

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

১৩

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

১৪

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

১৫

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

১৬

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

১৭

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

১৮

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১৯

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

২০
X