রীতা ভৌমিক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন দেশ গড়ার স্বপ্ন দেখবে কন্যাশিশুরা

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
নতুন দেশ গড়ার স্বপ্ন দেখবে কন্যাশিশুরা

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ। বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রগুলো প্রতি বছর ১১ অক্টোবর পালন করে আসছে দিবসটি। এটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এ দিবসের উদ্দেশ্য মেয়েদের কণ্ঠস্বর, কাজ এবং নেতৃত্বকে গুরুত্ব দেওয়া। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে এবারের প্রতিপাদ্য ‘গার্লস ভিশন ফর দ্য ফিউচার’।

কন্যাশিশুরা দেখবে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। কন্যাদেরও ভবিষ্যৎ দেখার অধিকার রয়েছে। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের চিত্র দেখলেই তা বোঝা যায়। কারণ দেশজুড়ে ছাত্রী, কন্যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন জীবন বাজি রেখে। রাজধানীর বাসাবো, বনশ্রী, নন্দীপাড়ার বিদ্যালয়গুলো পর্যালোচনা করলেই দেখা যায়, প্রায় ২৫০-এরও বেশি ছাত্রী অংশ নিয়েছিল এই গণঅভ্যুত্থানে। তাদের একটাই দাবি ছিল, ভাইদের ওপর আক্রমণ হবে, আর বোনেরা ঘরে বসে থাকবে এটা হতে পারে না। এই ভাবনা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা।

এই মেয়েরা ভবিষ্যৎকে কীভাবে দেখছে। কথা হলো তাদেরই একজন তাজিন আক্তার জুঁইয়ের সঙ্গে। পূর্ব বাসাবো কদমতলা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সে।

তাজিন আক্তার জুঁই (১৫) কালবেলাকে বলে, আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছি, যেখানে মেয়েরা কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হবে না। যে কোনো সময় রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারবে। রাতে ফুটপাতে আলোর ব্যবস্থা থাকবে। ইতিহাস-পাঠ্য বইতে সব সময়ের এবং সঠিক ইতিহাস পড়তে পারবে। ভবিষ্যতে স্বপ্ন দেখি একজন সাংবাদিক হওয়ার। একজন সাংবাদিকই পারেন পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসাবোর সমন্বয়ক ফাতেমা তুজ জোহরা বুশরা। গাজীপুরের টঙ্গীতে বিজিএমইএ ফ্যাশন ডিজাইনিংয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই বাঁ পায়ে ছররা গুলি লাগে তার।

ফাতেমা তুজ জোহরা বুশরার মতে, রাষ্ট্রের গঠনতন্ত্র নিয়ে কাজ করতে হবে। আমরা ভবিষ্যৎকে এভাবে দেখছি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মেয়েরা যাতে অবহেলার শিকার না হয়। তারা যদি হয়রানি, যৌন নির্যাতনের শিকার হয়, তাহলে অপরাধী যেন শাস্তি পায়। আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। রাষ্ট্রের প্রতিটি মেয়েকে তার সুরক্ষায় মার্শাল আট শেখানোর ব্যবস্থা করা। কর্মক্ষেত্রে তারা যেন যৌন হয়রানির শিকার না হয়। মেধা দিয়ে সেরাটা দিতে পারে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীই অংশ নিয়েছিল এই আন্দোলনে। তাদেরই একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওনক জাহান।

রওনক জাহানের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক দফায় দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে। এক্ষেত্রে রাজনীতিতে নারীর অবস্থান পরিবর্তন হওয়া দরকার। পূর্বের সংসদগুলোতে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যরা নীতি নির্ধারণীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন না। এই অবস্থার পরিবর্তন করে নীতি নির্ধারণীতে নারী সংসদ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ক্যাম্পাসে ছাত্ররাজনীতিতেও মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। কারণ মেয়ে শিক্ষার্থীরা শোপিসের মতো আসন অলংকৃত করতেন। ভবিষ্যতে এই ছাত্রী নেত্রীরা যাতে নিজেদের মতামত, চিন্তা প্রকাশের স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে এই স্বপ্ন দেখি।

কন্যাশিশুদের শিক্ষা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হয়নি। এখনো আমাদের সমাজের মানুষ মনে করে, বিয়ের পর মেয়ের লেখাপড়ার প্রয়োজন নেই। এই চিন্তা-ভাবনা, মানসিকতা পরিবর্তন আনতে চাই। আগামীর কন্যাশিশুদের জন্য সুন্দর ও সুরক্ষিত সমাজ এবং রাষ্ট্র গঠনের প্রত্যাশা করি।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার কালবেলাকে বলেন, অগ্রগতির ক্ষেত্রে মেয়েদের অবস্থান ও ব্যবস্থার পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে মেয়েদের ভূমিকা রয়েছে। আরও এগিয়ে যেতে চাইলে জন্মের পর থেকে কন্যা, মেয়ে, নারীদের প্রতি সব বঞ্চনা, নিগ্রহ, নির্যাতনের অবসান হওয়া দরকার। কন্যাশিশুদের ওপর নির্যাতন পুরো জাতির অগ্রগতিকে ব্যাহত করে। এই বাধাগুলো না থাকলে কন্যাশিশুরা অনেক এগিয়ে যেতে পারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

১০

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

১১

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

১২

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

১৩

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

১৪

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

১৫

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

১৬

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

১৭

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

১৮

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

১৯

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

২০
X