চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় নারী চিকিৎসকদের অগ্রগতির বাধা চিহ্নিত করতে চমেকে সেমিনার

সেমিনারে কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ৮০ জন অংশ নেন। ছবি : কালবেলা
সেমিনারে কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ৮০ জন অংশ নেন। ছবি : কালবেলা

স্বাস্থ্যসেবায় লিঙ্গ বৈষম্য কমানো, বাংলাদেশে নারী চিকিৎসকদের ক্যারিয়ার অগ্রগতি ও পেশাগত উন্নতির পথে বাধা চিহ্নিত করা ও সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের কনফারেন্স হলে সকাল থেকে দুপুর পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘ব্রিজিং দ্য জেন্ডার গ্যাপ ইন হেলথকেয়ার; অ্যাড্রেসিং ডিসপ্যারিটিজ ইন ক্যারিয়ার প্রোগ্রেশন অ্যান্ড অ্যাসপিরেশন্স আমং উইমেন ইন হেলথকেয়ার প্রফেশনস ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ৮০ জন অংশ নেন।

ব্রিটিশ কাউন্সিল ও ইউনিভার্সিটি অব গ্রিনউইচের অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি)। আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান ছিল ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ সোসাইটি সার্বিকভাবে সহযোগিতা করে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি অব গ্রিনউইচের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কেনিসা লিনটন স্বাস্থ্যখাতে নারীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার-চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. তৌহিদুল আনোয়ার বলেন, কর্মপরিবেশ নারীবান্ধব না হলে নারীরা পেশাগতভাবে পিছিয়ে পড়েন। তাই নিরাপদ কর্মপরিবেশ ও নেতৃত্ব-গড়ে ওঠার সুযোগ বাড়াতে হবে।

সেমিনারে গবেষণাধর্মী উপস্থাপনা তুলে ধরেন ইউনিভার্সিটি অব গ্রিনউইচের পিএইচডি গবেষক ফাতিমা কানিজ নয়ন। তার উপস্থাপনায় স্বাস্থ্যখাতে নারীদের ক্যারিয়ার-বাধা, বিভিন্ন সীমাবদ্ধতা উঠে আসে। তিনি পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক বাধাগুলো ভুক্তভোগীদের সাক্ষাৎকারের আলোকে তুলে ধরেন।

তিনি বলেন, মেডিকেলের উচ্চশিক্ষায় অনেকগুলো শাখা রয়েছে। গুটিকয়েক শাখায় নারীদের অংশগ্রহণ থাকলেও সিংহভাগ শাখাতেই নারীদের অংশগ্রহণ নেই। এরজন্য পারিবারিক, সামাজিক, অর্থনৈতিকসহ বেশকিছু কারণ দায়ী।

তিনি আরও বলেন, একসময় উচ্চশিক্ষায় নারী চিকিৎসকদের অংশগ্রহণ একেবারেই হাতেগোনা ছিল। তবে সাম্প্রতিক সময়ে অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। তবে তা আশাব্যঞ্জক না।

সভাপতির সমাপনী বক্তব্যে সিপিডির সভাপতি মো. ফজলুল হক বলেন, গবেষণার তথ্য ভবিষ্যতে নারীদের উচ্চ শিক্ষার পথে বাধা দূর করতে সহায়ক হবে। পাশাপাশি নারী চিকিৎসকদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের ক্যারিয়ার অগ্রগতির প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সমন্বিত নীতি গ্রহণ করার আহ্বান জানাই।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, স্বাস্থ্যখাতে নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও নেতৃত্বের জায়গায় এখনও তাদের উপস্থিতি কম। উচ্চ শিক্ষায় তারা পিছিয়ে আছে। গবেষণাভিত্তিক এই উদ্যোগ ভবিষ্যৎ নীতি-নির্ধারণে সহায়ক হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী রক্তিম চৌধুরী তূর্য ও নাজিয়া তাহমিনের যৌথ সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি শারমিন সিরাজী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক আফনান ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মীর মুহাম্মদ ওমায়ের প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১০

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১১

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১২

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৩

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৪

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৫

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৬

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৭

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

১৮

তসবিহ হাতে খুনিদের ফাঁসি চাইলেন ইমরানের মা

১৯

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

২০
X