নূর আলম ভূঁইয়া, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০২:০৯ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

আলোচনায় ‘পিটার হাঁস’

আলোচনায় ‘পিটার হাঁস’

হাঁসের ভুনা মাংস, চাপাটি আর চিতই পিঠার নাম শুনলে জিভে পানি আসে না—এমন মানুষ খুব কমই রয়েছেন। এসব খেতে দূরদূরান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসে হাজির হন রাজধানীর পূর্বাচলের ১ ও ১২ নম্বর সেক্টরে। তবে এখানকার পিটার হাঁস নামের দোকানের হাঁসের মাংস ভোজনরসিকদের খুবই পছন্দ।

জানা গেছে, পূর্বাচলের ১ নম্বর সেক্টর শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নীলা মার্কেট এলাকা এবং এর বিপরীতে ১২ নম্বর সেক্টরে সব মিলিয়ে ৫ শতাধিক হাঁসের ভুনা মাংস বিক্রির দোকান রয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত বেচাকেনা হয়।

এলাকা ঘুর দেখা গেছে, মাটির চুলায় লাকড়ি দিয়ে হাঁস ভুনা হচ্ছে। পাশাপাশি রয়েছে দেশি মুরগি, খাসি ও গরুর মাংস। যদিও ক্রেতাদের প্রথম পছন্দ হাঁস ভুনা। এর সঙ্গে কেউ চাপাটি, চিতই পিঠা, রুমালী রুটি, আটার রুটি নিচ্ছেন। এসব দোকানের বাবুর্চিদের অধিকাংশই নারী। এখানকার খাবারের দামও হাতের নাগালে। হাঁসের মাংস ২৫০, গরু ভুনা ৩০০, দেশি মুরগি ৩০০ টাকায় পাওয়া যায়। এ ছাড়া চাপাটি ১৫, চিতই পিঠা ১০, রুমালী রুটি ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

ঢাকার লক্ষ্মীবাজার এলাকা থেকে হাঁস ভুনা আর চাপটি খেতে আসা অনিতা রানী দাস কালবেলাকে বলেন, প্রায় প্রতি সপ্তাহে সন্তানদের নিয়ে এখানে চলে আসি। এখানকার পরিবেশ খুবই মনোরম। দোকানের নাম পিটার হাঁস কেন—জানতে চাইলে দোকানি মো. রাকিব হাসান কালবেলাকে বলেন, বছর দেড়েক আগে দেশের কূটনৈতিক পাড়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে পিটার হাঁস নামটি ব্যাপক আলোচনায় আসে। তখন মনে হলো যেহেতু পিঠা এবং হাঁসের মাংসের দোকান দিচ্ছি, তাই এটার নাম পিটার হাঁস রাখব। বৃহস্পতি, শুক্র ও শনিবার ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রচুর সংখ্যক ক্রেতা আসেন পরিবার-পরিজন নিয়ে। এ দিনগুলোতে আমাদের বিক্রি বেশ ভালো হয়। প্রতিদিন লক্ষাধিক টাকা বিক্রি হয়। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ৩০-৩৫ হাজার টাকার মতো বিক্রি হয়।

পিটার হাঁসের রাঁধুনি মোসাম্মৎ সাহিদা আক্তার বলেন, আমাদের রান্নাটা একটু ব্যতিক্রম। প্রতিদিন প্রায় ৪০টি হাঁস রান্না করি। কাস্টমার এলে চাপটি, চিতই পিঠা, রুমালী রুটি, আটার রুটি এসব তৈরি করে দিই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

১০

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১১

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১২

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১৩

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৪

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৫

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৬

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৭

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৮

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

১৯

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে : মাসুদ সাঈদী

২০
X