রাজন ভট্টাচার্য
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০২:৪১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

তত্ত্বাবধায়কের বিকল্প প্রস্তাব দেবে জাপা

সর্বদলীয় সংলাপ চান জি এম কাদের
তত্ত্বাবধায়কের বিকল্প প্রস্তাব দেবে জাপা

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সর্বদলীয় সংলাপের পক্ষে মত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সংলাপের উদ্যোগ নেওয়া হলে সেখানে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প একটি প্রস্তুাব তুলে ধরবেন বলেও জানিয়েছেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে জি এম কাদের এ কথা বলেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে জাপা চেয়ারম্যান জি এম কাদের গত রোববার দিল্লি গেছেন। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বৈঠক করার কথা ছিল। এদিন দ্য হিন্দু পত্রিকার অনলাইন সংস্করণে জি এম কাদেরের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারত সফর করে এসেছে। এরপর দিল্লি গেছেন সংসদের প্রধান বিরোধী দলের উপনেতা জি এম কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।

জানা গেছে, জাপা চেয়ারম্যান ভারত সফরে যাওয়ার আগে এ নিয়ে পার্টির নীতিনির্ধারণী পর্যায়ে কোনো আলোচনা করেননি। তবে দেশে ফিরেই তিনি দলের প্রেসিডিয়ামের সভা করবেন। সেখানেই দিল্লির বার্তা তুলে ধরা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় পার্টির সর্বশেষ প্রেসিডিয়াম বৈঠকে ৩৯ জনের মধ্যে ৩৭ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে ৩২ জনের বক্তব্যে দলের করুণ দশার চিত্র ফুটে ওঠে। মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে থাকার ব্যাপারে মত দেন। তা ছাড়া দলীয়প্রধানের ঘোষণা অনুযায়ী জাপা এককভাবে নির্বাচন করলে সর্বোচ্চ ২ থেকে তিনটি আসন পাবে—এমন মতও দেন কেউ কেউ। এসব দিক বিবেচনায় দলের বৃহৎ স্বার্থে ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতার মাধ্যমে যত বেশি সম্ভব আসন নিশ্চিত করার জন্য জি এম কাদেরকে পরামর্শ দেন তারা। এই প্রেক্ষাপটে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে জাপা চেয়ারম্যান জি এম কাদের দিল্লি গেছেন। তার সঙ্গে আছেন উপদেষ্টা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেরীফা কাদের। তাদের তিন দিনের ভারত সফর শেষ হবে আজ মঙ্গলবার।

দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর কয়েকদিন পর ভারত ঢাকার রাজনৈতিক মহলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে একটি দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে। জি এম কাদের বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বদলীয় সংলাপের আহ্বান জানিয়েছেন।

পত্রিকাটি বলছে, “জাতীয় পার্টির এই প্রতিনিধিদলের সফর তাৎপর্যপূর্ণ। কারণ আসন্ন জি-২০ সম্মেলনে ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা করছে। এতে বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।” বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রে আছে প্রধান বিরোধী দল বিএনপি এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি।’ টেলিফোনে হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে জি এম কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং বিএনপি উভয়ের মধ্যেই সমদূরত্ব তৈরি করে বলেন, ‘সরকারের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই সব পক্ষ বসে আলোচনা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করুক।’

তবে জি এম কাদের বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন জানাননি। তিনি বলেছেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে; কিন্তু এই সরকারের আকার কেমন হবে সেটি পরিষ্কার করছে না।’ এর বদলে তিনি তৃতীয় কোনো বিকল্পের পরামর্শ দিয়েছেন। আর এই বিকল্পটি জাতীয় পার্টির কাছে আছে বলে জানিয়েছেন তিনি। যখন সব দল সংলাপে বসবে তখন সেটি জানাবেন বলে জানিয়েছেন কাদের। ধারণা করা হচ্ছে, তার এ পরিকল্পনাটি অনেকটা ‘আপসের’ হবে।

জি এম কাদের বলেছেন, ‘আমাদের মাথায় একটি ফর্মুলা আছে। যখন সব দল সংলাপে বসবে, তখন আমরা সেটি সামনে আনব।’ কয়েকদিন ধরেই বাংলাদেশ নিয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র ও ভারত। এর সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের ভারত সফর। প্রতিবেদনে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিখ ম্যাককোরমিক এবং ইডি কেসের সফরের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে তারা দুজন বাংলাদেশে আসেন এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর ওই দুই কংগ্রেসম্যান গত ১৭ আগস্ট দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে (ওআরএফ) আসেন। সেখানে তারা একটি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।

এর আগের দিন ওআরএফে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রজেক্টের মিডল ইস্ট ফোরামের পরিচালক ক্লিফোর্ড স্মিথ একটি বৈঠক করেন। দ্য হিন্দু দাবি করেছে, ওই বৈঠকে তিনি জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কী সিদ্ধান্ত নেবে, সে ব্যাপারে কিছুটা দ্বিধাধন্দ আছে।

এ ছাড়া ওই বৈঠকে তিনি ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে কথা বলেন। আলোচনার একপর্যায়ে স্মিথ জামায়াতের ছাত্র সংগঠনকে একসময়কার ‘বিশ্বের সবচেয়ে উগ্রবাদী সংগঠন’ হিসেবেও অভিহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’

সাতক্ষীরা-৪ আসনে কালীগঞ্জ ও শ্যামনগর রাখার দাবিতে বিএনপির স্মারকলিপি

জকসুর দাবিতে জবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী

‘ভুল’ আংটি দিয়ে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেন রোনালদো!

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, স্থায়ী সমাধান চান রমনার ডিসি

বসুন্ধরা শপিংমলে ক্লাব হাউসের ফেস্টিভ কালেকশন উন্মোচন

কালো তালিকাভুক্ত হলেন ৭১ শিক্ষক

১০

দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন সারোয়ার আলম

১১

যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআইর প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

১২

পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

১৩

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না

১৪

ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা

১৫

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

১৬

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তামিম

১৭

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

১৮

দিনাজপুরে পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে কর্মশালা

১৯

মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ধরা পড়লেন চীনা গুপ্তচর

২০
X