বঙ্গবন্ধু সবসময় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মুফতি হান্নান জবানবন্দিতে একুশে আগস্ট গ্রেনেড হামলার বিস্তারিত বলে গেছেন। মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, আপনি তথ্য জেনে কথা বলুন। তাহলে আপনাকে কেউ মিথ্যাবাদী বলবে না। সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন। সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
মন্তব্য করুন