

ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ভাষানটেকের বিআরপি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হওয়া এই জনসভায় প্রায় অনেক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
জনসভায় আরও উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম। সাংগঠনিক নেতৃত্বের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান।
স্থানীয় পর্যায়ে ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদসহ বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন। পাশাপাশি সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদও জনসভায় উপস্থিত রয়েছেন।
মন্তব্য করুন