কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

চলচ্চিত্র নির্মাতা সোহান আর নেই

চলচ্চিত্র নির্মাতা সোহান আর নেই

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। স্ত্রীর মৃত্যুর এক দিন পরই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই চলচ্চিত্র পরিচালক। উত্তরার নিজ বাসায় তিনি ঘুমের মধ্যে মারা যান। এর এক দিন আগে গত মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী প্রিয়া রহমান মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন।

টাঙ্গাইলে স্ত্রীর দাফন শেষে গতকাল বুধবার বিকেলে উত্তরার বাসভবনে ফিরে ঘুমিয়ে ছিলেন তিনি। অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে নেওয়ার আগে ঘুমের মধ্যেই সোহানের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের মেডিকেল কর্মকর্তা তানভীর ইসলাম। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার ব্যবধানে সোহান চলে গেলেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। তিনি দুই মেয়ে রেখে গেছেন।

সোহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘সোহানুর রহমান সোহানের চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বেদনাবিধুর অধ্যায়। করোনার ক্রান্তিকাল পেরিয়ে সিনেমা জগতের আবার ঘুরে দাঁড়ানোর এই সময় তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহানের মৃত্যুর খবরে ঢাকাই সিনেমার পরিচালক, শিল্পীরা হাসপাতালে ভিড় করেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম প্রমুখ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

সোহানের মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করার ইচ্ছাপোষণ করে গেছেন সোহান। তবে দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

১৯৭৭ সালে সোহানুর রহমান সোহান ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে। ১৯৮৮ সালে ‘বিশ্বাস অবিশ্বাস’ সিনেমা দিয়ে প্রধান চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। তবে ১৯৯৩ সালে তিনি ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সাফল্য পান। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমীর। তারা ও কণ্ঠশিল্পী আগুন তারকাখ্যাতি পান কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে।

সোহানুর রহমান সোহান পরিচালিত অন্যতম সিনেমাগুলো হচ্ছে ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

১৯৬০ সালের ১৫ অক্টোবর বগুড়ার ফুলবাড়ীতে জন্মগ্রহণ করে সোহান। বগুড়া ও জয়পুরহাটে স্কুল ও কলেজজীবন শেষে ঢাকায় আসেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরাজ সফরে যাঁদের সঙ্গে দেখা হয়েছিল নবীজির (সা.)

সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকসু

জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে ঢা‌বি সাদা দলের উদ্বেগ

১২ দিনেও সন্ধান মেলেনি স্কুল থেকে নিখোঁজ শিশুর

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সেই ছবি দেখিয়ে ট্রাম্পকে হত্যার হুমকি

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

১০

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন রাশেদ প্রধান

১২

নগরবাউল জেমসের উদ্দেশ্যে যে প্রশ্নটি করলেন আসিফ আকবর

১৩

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

১৪

জামায়াত কর্মীকে ছুরিকাঘাতের পর হাতুড়িপেটা

১৫

নাজমুলের যে বক্তব্যে উত্তাল হয়ে ওঠে ক্রীড়াঙ্গন

১৬

রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব বাড়ছে : বদিউল আলম

১৭

জুলাই-আগস্টের ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার

১৮

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকীতে মোড়ক উন্মোচন

১৯

চট্টগ্রামে বিভাগীয় ইমাম সম্মেলন / জুলাই সনদে ’৭১ মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয় : আলী রীয়াজ

২০
X