খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সরকারকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এ অধিকার না থাকলে রাস্তা-ব্রিজ দিয়ে তারা কী করবে? তিনি বলেন, দলনিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না, সে কথা জনগণের কাছে স্পষ্ট।
সেজন্য দলনিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে হবে। মহাসচিব বলেন, বর্তমানে আওয়ামী লীগের লোকরাই আওয়ামী লীগকে ভোট দেয় না। তাই কালক্ষেপণ না করে তপশিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে সরকারকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন ড. কাদের। গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ১৪ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার। সেখানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল প্রমুখ।
মন্তব্য করুন