

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে এ দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। তাই বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।
গতকাল সোমবার সকালে চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই, তারা ধর্মের উছিলায় রাজনীতি করছে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, বিএনপি যাদের সঙ্গে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে তাদের বক্তব্য বা কর্মসূচি কী। আমি জানি না তাদের কর্মসূচি কী। তাদের বক্তব্য-বিবৃতিতে এটুকুই দেখা যায়- তারা ধর্মের নামে এ দেশে রাজনীতি করতে চায়। ধর্মের নামে তারা ভোট চায়।
তিনি বলেন, আগামীতে দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে, এমনভাবে সংবিধানে সংশোধনী আনা হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্রকে পাহারা দিতে পারে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। আগামী নির্বাচন বাংলাদেশের বাক বদলে দেওয়ার নির্বাচন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে চকরিয়ার খুটাখালীতে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার কামালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এম এ মনজুর, অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, ছাদেকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন