কক্সবাজার রেলপথে ট্রায়াল রান ২ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন চলাচল উদ্বোধন করবেন। গতকাল সোমবার ‘চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ’ প্রকল্পের অগ্রগতি দেখতে দোহাজারী এসে এসব কথা জানান মন্ত্রী। নূরুল ইসলাম সুজন বলেন, আমরা আগামী ২ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি পূর্ণাঙ্গ ট্রেন দিয়ে ট্রায়াল রান করব। আর প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর উদ্বোধন করবেন। বহুমুখী ব্যবহারের জন্য চট্টগ্রাম-কক্সবাজার রেলপথটি নির্মাণ করা হচ্ছে। এ রেলপথ ধরে মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর করা হয়েছে। এর আগে কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শনে যান রেলমন্ত্রী। সেখানে তিনি বলেন, এ সেতু মেরামতে কাজ চলছে, যাতে কক্সবাজার রুটের ট্রেন নিরাপদে চলতে পারে। সেতুর ওপর ১৫ টন মিটারগেজ ইঞ্জিনের ট্রেন ৩০ বছর ঝুঁকিমুক্তভাবেই চলতে পারবে।