স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি দেওয়ার পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
খাইরুল ইসলাম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী মহাহিসাবরক্ষক পদে যোগদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার, পূর্ত অডিট অধিদপ্তরের উপপরিচালক, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জেনারেল (প্রশাসন), আঞ্চলিক অর্থ নিয়ন্ত্রক (সাভার-ক্যান্টনমেন্ট), গণপূর্ত মন্ত্রণালয়ে পরিচালক (অডিট) পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
খাইরুল ইসলাম প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পদেও দায়িত্ব পালন করেন। ২০১২ সালের শেষদিকে উপসচিব হিসেবে তিনি স্থানীয় সরকার বিভাগে যোগ দেন।
মন্তব্য করুন